চলতি মরসুমের শুরু থেকেই অনবদ্য ফুটবল খেলে আসছেন রবি হাঁসদা (Ravi Hansda)। প্রিমিয়ার ডিভিশন লিগে কলকাতা কাস্টমসের হয়ে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন এই ফুটবলার। সেই সুবাদে এবার অনায়াসেই ডাক পেয়েছিলেন বাংলা দলে। তারপর সময় যত এগিয়েছে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বঙ্গের এই দাপুটে ফুটবলার। করেছিলেন মোট ১২টি গোল। এমনকি সন্তোষ ট্রফির ফাইনালে শক্তিশালী কেরালা দলের বিপক্ষে ও গোল এসেছিল রবি হাঁসদার পা থেকে। বলাবাহুল্য, তাঁর করা একটিমাত্র গোলের দরুন এবার চূড়ান্ত সাফল্য পায় সঞ্জয় সেনের বাংলা দল।
Also Read | বছর শুরুতেই হ্যাটট্রিক লক্ষ্য মানোলোর, থামানোর চেষ্টা হায়দরাবাদের
এমন অভূতপূর্ব পারফরম্যান্সের দরুন তাঁকে দলে নিতে আসরে নেমেছিল কলকাতা ময়দানে তিন প্রধান। ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত গত সোমবার এই বাঙালি ফুটবলারকে দলে টেনে চমক দেয় মহামেডান স্পোর্টিং ক্লাব। তাঁর উপস্থিতি এবার অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আক্রমণভাগকে। সেই নিয়ে যথেষ্ট খুশি সাদা-কালো সমর্থকরা। গতকাল বিকেলে শ্রাচী কর্তাদের উপস্থিতিতে ময়দানের এই প্রধানের জার্সি পড়েছিলেন রবি হাঁসদা। বর্তমানে সেই যথেষ্ট সারা ফেলেছে নেট মাধ্যমে।
Also Read | “লাল হলুদ জার্সি…” বিস্ফোরক ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার
তবে মহামেডানে যোগদান করার পর বিন্দুমাত্র সময় নষ্ট করেননি এই ফুটবলার। মঙ্গলবার থেকেই ফুটবলারদের সঙ্গে দলের অনুশীলনে দেখা গেল সন্তোষ ট্রফি জয়ী এই তারকাকে। প্রথম দিন থেকেই সতীর্থদের সাথে অনুশীলনে যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও এদিন দলের অনুশীলনে দেখা গেল আরেক দাপুটে ফুটবলার ইসরাফিল দেওয়ানকে। এই দুই ফুটবলারের যোগদান অনেকটাই স্বস্তি দেবে সকল সমর্থকদের। এবারের কলকাতা লিগের শুরু থেকে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিলেন ইসরাফিল। একাধিক ম্যাচে দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ফুটবলার।
Also Read | চুক্তি শেষে সৌদির আল নাসের ছেড়ে পুরনো ক্লাবে পর্তুগিজ তারকা?
সবদিক মাথায় রেখেই তাঁর উপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। অন্যদিকে, কলকাতা কাস্টমস থেকে বেশ কয়েক মাসের জন্য রবি হাঁসদাকে লোন ডিলে দলে টেনেছে ব্ল্যাক প্যান্থার্সরা। সেক্ষেত্রে সাদা-কালো জার্সিতে নিজেকে আদৌ কতটা প্রমাণ করতে পারেন এই তারকা এখন সেটাই দেখার বিষয়।