বিগত কয়েক দিন ধরে বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। এবারের গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষের দিকে খুব একটা সক্রিয় না থাকলেও সপ্তাহ কয়েক আগে দেশের সর্ববৃহৎ কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের সময় সূচি ঘোষণা হওয়ার পর থেকেই নিজেদের ঘর গোছাতে মরিয়া হয়ে ওঠে ইস্পাত নগরীর এই ফুটবল দল। এক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও যথেষ্ট চমক রাখার চেষ্টা করেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। সেইমতো গত কয়েকদিন আগেই ভারতীয় মিডফিল্ডার মার্ক জোথানপুইয়াকে দলে টানতে সক্ষম হয় জামশেদপুর (Jamshedpur FC)।
গত কয়েক সিজন ধরেই কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এই মিজো তারকা। কিন্তু শেষ মরসুমে আইএসএল খেলতে গিয়েই চোটের কবলে পড়তে হয়েছিল এই ফুটবলারকে তারপর চোট কাটিয়ে মাঠে ফিরলেও খেলতে পেরেছিলেন মাত্র একটি ম্যাচ। তবে নয়া সিজনে আর তাঁকে দলে রাখতে চায়নি মশাল ব্রিগেড। সেইমতো তাঁকে বিদায় জানিয়েছিল ইস্টবেঙ্গল। তারপরেই এই ফুটবলারকে দলে টানার কথা জানিয়ে দেয় আইএসএলের একবারের শিল্ড জয়ীরা। তারপর গত কয়েকদিন ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল লাল-হলুদের আরেক প্রাক্তন তারকা মাদিহ তালালের নাম।
বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে তাঁকে ও নাকি দলে চূড়ান্ত করে ফেলেছে জামশেদপুর (Jamshedpur FC)। যদিও সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। এসবের মাঝেই এবার এক বিদেশি ফুটবলারকে দলে টেনে সকলকে কার্যত চমকে দিল স্টিভেন ডায়াসের দল। তিনি রাফায়েল মেসি বাউলি (Raphael Messi Bouli)। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার ক্যামেরুনের এই ফরোয়ার্ডকে দলে টেনেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। উল্লেখ্য, গত মরসুমে তাঁকে নিজেদের দলে টেনেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে ও গোল পেয়েছিলেন এই বিদেশি।
কিন্তু পরবর্তীতে তাঁকে রিলিজ করে দিয়েছিল লাল-হলুদ শিবির। যা কিছুটা হলেও হতাশ করেছিল সকলকে। পরবর্তীতে শোনা যাচ্ছিল যে তাঁকে নিয়ে নাকি যথেষ্ট আগ্ৰহী চেন্নাইয়িন এফসি। তবে শেষ পর্যন্ত সমস্ত হিসেব বদলে দিল জামশেদপুর (Jamshedpur FC)। কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইটে তাঁর যোগদানের কথা জানিয়েছে এই ফুটবল দল।