স্ত্রীর গয়না বন্ধক রেখে ইউরোপের মাটিতে ২৯৫ গোল বাজাজের

ভারতীয় ক্রীড়া জগতে যখন ক্রিকেট একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে। তখন এক ব্যক্তি নিজে থেকে দায়িত্ব নিয়েছিলেন ফুটবলকে (Indian Football) নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। তিনি…

Ranjit Bajaj team Minerva Academy from Indian Football wins European Triumph Gothia Cup to Dana Cup & Norway Cup

ভারতীয় ক্রীড়া জগতে যখন ক্রিকেট একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে। তখন এক ব্যক্তি নিজে থেকে দায়িত্ব নিয়েছিলেন ফুটবলকে (Indian Football) নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। তিনি হলেন রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj)। একসময় ‘গ্যাংস্টার বাজাজ’ নামে পরিচিত ব্যক্তি আজ ভারতীয় ফুটবল বিপ্লবের পথপ্রদর্শক। তাঁর প্রতিষ্ঠিত মিনার্ভা একাডেমি (Minerva Academy) ফুটবল ক্লাব। বর্তমানে ইউরোপের (European) শীর্ষস্থানীয় যুব ফুটবল টুর্নামেন্টগুলিতে ভারতের প্রতিনিধিত্ব করে শুধু অংশগ্রহণই নয়, একের পর এক শিরোপা জিতে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করছে।

মাত্র এক মাসের ব্যবধানে, মিনার্ভা একাডেমির অনূর্ধ্ব-১৪ দল জয় করেছে সুইডেনের গোথিয়া কাপ (Gothia Cup), ডেনমার্কের ডানা কাপ (Dana Cup) এবং নরওয়ে কাপ (Norway Cup)।

   

নরওয়ের অসলো শহরে অনুষ্ঠিত উইথ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা নরওয়ে কাপে মিনার্ভার যাত্রা ছিল অভাবনীয়। প্রথম ম্যাচেই নরওয়ের দল অসলোকেকে ২৫-০ গোলে উড়িয়ে দেয়। এরপর ১৫-০, ২২-০, ১১-০, ১৭-০, ১৮-১ প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে ফাইনালে উঠে আসে ভারতের এই ক্ষুদে ব্রিগেড। ফাইনালে SIF-কে ৬-১ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে মিনার্ভা। একইসঙ্গে গোথিয়া, ডানা ও নরওয়ে কাপ মিলিয়ে মিনার্ভার ছেলেরা মোট ২৩টি ম্যাচে ২৯৫টি গোল করে গড়েছে ঐতিহাসিক রেকর্ড।

Advertisements

এই সাফল্যের পেছনে নেই কোনো বড় কর্পোরেট স্পনসর, নেই সরকারি অনুদান। আছে শুধু রঞ্জিত বাজাজের অদম্য জেদ, আত্মবিশ্বাস ও আত্মত্যাগ। খেলোয়াড়দের ইউরোপে পাঠাতে গিয়ে আর্থিক অনটনে পড়লে নিজের স্ত্রীর গয়না বন্ধক রেখে ৫৬ লক্ষ টাকার ঋণ নেন রঞ্জিত বাজাজ। শুধু এক স্বপ্ন পূরণ করতে, ভারতের ফুটবলকে বিশ্বদরবারে প্রতিষ্ঠা করা। ফলে রঞ্জিত বাজাজের এই প্রচেষ্টা এখন ভারতীয় ফুটবলপ্রেমীদের মনে নতুন আশার আলো দেখাচ্ছে। ভারতের যেখানে অধিকাংশ সময় ক্রিকেটকেই সব কিছু বলে মনে করা হয়, সেখানে একজন মানুষের প্রচেষ্টা প্রমাণ করল সঠিক দিশা ও সাহস থাকলে, ফুটবলও আন্তর্জাতিক মঞ্চে ভারতকে গর্বিত করতে পারে।

Ranjit Bajaj team Minerva Academy from Indian Football wins European Triumph Gothia Cup to Dana Cup & Norway Cup