আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে আইলিগের (I-League) নতুন মরসুম। সেজন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। গতবছর দেশের এই দ্বিতীয় ডিভিশন লিগ জিতেই আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছিল বাংলার ফুটবলপ্রেমীদের। এবার এই ফুটবল লিগ জিতেই আইএসএলে আসার ছাড়পত্র পাওয়ার লক্ষ্য থাকবে টুর্নামেন্টের বর্তমান ক্লাব গুলির। সেইমতো নিজেদের ঘর গুছিয়ে অনুশীলন শুরু করেছে সকলে। এক্ষেত্রে ইন্টার কাশীর রাজস্থান ইউনাইটেডের মতো ফুটবল ক্লাব গুলির দিকে নজর থাকবে সকলের।
কিন্তু এই টুর্নামেন্টের সম্প্রচার নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। পূর্বে এই আইলিগ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একটি বিশেষ বৈঠক আয়োজিত হলে সেখানে ‘সোনি স্পোর্টস’ এর নাম উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। পরবর্তীতে তাতেই পড়ে যায় শীলমোহর। তবে শুধু এই একটা টুর্নামেন্ট নয়। দেশের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখে বিশেষ অ্যাপ চালু করার কথাও উঠে এসেছিল ব্যাপকভাবে। গত কয়েকদিন ধরে সে নিয়ে উঠে আসতে শুরু করেছিল একাধিক তথ্য। কিন্তু সেই অ্যাপের গুণগত মান নিয়ে উঠে আসতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
এবার সেই নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন আইলিগ ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj)। গত শনিবার একটি সাংবাদিক বৈঠক করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের রোড ম্যাপ সহ সম্প্রচার মাধ্যমের ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা করেন তিনি। বাজাজ বলেন, “এআইএফএফ পরিকল্পনা করেছে প্রতিটি রাজ্যে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করার এবং প্রত্যেক রাজ্যের লিগের চ্যাম্পিয়ন নিজেদের মধ্যে একটি লিগে খেলবে এবং সেখান থেকে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করবে। এটা আই লিগকে সম্পূর্ণভাবে গুরুত্বহীন করে তুলবে।”
এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, ” আমরা আই লিগের ক্লাব গুলি মিলে ফেডারেশনকে গোটা বিষয়টি জানিয়েছি। সেই অনুযায়ী পরবর্তীতে টিভিতে আইলিগের সঠিক সম্প্রচার না হলেও আমরা এই লিগ থেকে নাম প্রত্যাহার করে নেব।” রঞ্জিত বাজাজের এমন মন্তব্য রীতিমত সরগরম হয়ে উঠেছে ভারতীয় ক্লাব ফুটবল।