রঞ্জি ট্রফি (Ranji Trophy) ফাইনালে জায়গা করে নিয়েছে বিদর্ভ। বুধবার প্রথম সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৬২ রানে হারিয়েছে বিদর্ভ। এই ম্যাচে যশ রাঠোর প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। বিদর্ভের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি করেন তিনি। এবার ফাইনালে মুম্বাইয়ের মুখোমুখি হবে বিদর্ভ। ১০ মার্চ থেকে শুরু হবে ফাইনাল।
অক্ষয় ওয়াদকরের নেতৃত্বে বিদর্ভ দলের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিন্তু পরে ভালো পারফরম্যান্স করে খেলার গতিপথ পাল্টে দেয় দল। বিদর্ভ প্রথম ইনিংসে অলআউট হওয়া পর্যন্ত ১৭০ রান করেছিল। ৩৯ রানের অবদান রেখেছিলেন ওপেনার অথর্ব। হাফ সেঞ্চুরি করেন করুণ নায়ার। ১০৫ বলে ৬৩ রান করেন তিনি। মাত্র ১ রান করেই আউট হন অধিনায়ক অক্ষয়। একই দলের তিনজন খেলোয়াড় শূন্য রানে আউট হন।
𝐕𝐢𝐝𝐚𝐫𝐛𝐡𝐚 𝐚𝐫𝐞 𝐢𝐧𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐟𝐢𝐧𝐚𝐥! 🙌🙌
They beat Madhya Pradesh by 62 runs in a tightly fought contest.
A terrific comeback from the Akshay Wadkar-led side 👌@IDFCFIRSTBank | #VIDvMP | #RanjiTrophy | #SF1
Scorecard ▶️ https://t.co/KsLiJPuqXr pic.twitter.com/YFY1kaO1x7
— BCCI Domestic (@BCCIdomestic) March 6, 2024
এই সময় মধ্যপ্রদেশের হয়ে ১৫ ওভারে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন আভেশ খান। কুলবন্ত ও ভেঙ্কটেশ আইয়ার ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ২৫২ রান করেছিল মধ্যপ্রদেশ। সেঞ্চুরি করেন হিমাংশু মন্ত্রী। ২৬৫ বলে ১২৬ রান করেন তিনি। তবে তাঁর সেঞ্চুরি কাজে আসেনি। বিদর্ভের হয়ে ৩ উইকেট নেন উমেশ যাদব। এছাড়া যশ ঠাকুর পেয়েছেন ৩ উইকেট।
প্রথম ইনিংস খারাপ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে প্রত্যাবর্তন ঘটে বিদর্ভের। অলআউট হওয়া পর্যন্ত ৪০২ রান তোলে দলটি। এই সময় যশ রাঠোর সেঞ্চুরি করেন। ২০০ বল মোকাবেলা করে ১৪১ রান করেন তিনি। যশের ইনিংসে ছিল ১৮টি চার ও ২টি ছক্কা। অক্ষয় ১৩৯ বল মোকাবিলা করে ৭৭ রান করেন। মারেন ৮ টি চার। ৫৯ রান করেন আমান। জবাবে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫৮ রান করতে পারে মধ্যপ্রদেশ। ৬২ রানের ব্যবধানে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় বিদর্ভ।
রঞ্জি ট্রফির এবারের আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বিদর্ভ ও মুম্বাই। আগামী ১০ মার্চ থেকে শুরু হবে এই ম্যাচ। বিদর্ভের আগে সেমিফাইনাল জিতেছিল মুম্বাই। মুম্বাইয়ের বিরুদ্ধে তামিলনাড়ুকে ম্যাচটি ইনিংস ও ৭০ রানে হারতে হয়েছিল।