রঞ্জি ট্রফির ফাইনালের (Ranji Trophy Final) প্রথম দিনেই ব্যাটিংয়ে বাংলার বিপর্যয় ম্যাচের ফলাফল একপ্রকার স্থির হয়ে গিয়েছিল। আবার বোলিংয়ে ব্যর্থতা নিয়ে চিন্তিত মনোজরা৷ গোটা মরশুম জুড়ে বাংলার ফলাফল নিয়ে ক্রিড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছিল। অনেকেই মনে করেছিলেন ৩৩ বছরের খরা এবার কাটতে চলেছে। কিন্তু ম্যাচের ফলাফল দেখে মনে হচ্ছে তা একেবারেই নয়।
প্রথম ইনিংসে ১৭৪ রানেই অলআউট হয় যায় বাংলা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করে সৌরাষ্ট্র৷ দ্বিতীয় দিনেও কিছুটা আত্মবিশ্বাসী হয়ে নেমেছিল মনোজরা৷ কিন্তু ম্যাচ এখন অনেকটাই হাতের বাইরে গেছে বলে মনে করা হচ্ছে। কারণ, ১৪৩ রানে এগিয়ে রয়েছে বাংলা। ক্রিজে রয়েছেন অর্পিত বাসভড়া (৮১) ও চিরাগ জানি (৫৭)।
তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চিরাগ জানি ও অর্পিত বাসবদা। বোলিং শুরু করেন মুকেশ কুমার। এখান থেকে ম্যাচে ফিরতে মিরাকেলের আশা করছে খেলোয়াড় সহ টিম ম্যানেজমেন্ট৷ ম্যাচ ড্র হলে চ্যাম্পিয়ন ঘোষিত হবেন জয়দেব উনাদকাটরা। কারণ, প্রথম ইনিংসে এগিয়ে রয়েছে সৌরাষ্ট্র৷
সেক্ষেত্রে সৌরাষ্ট্রকে দিনের শুরুতে অল আউট করতে হবে৷ পাশাপাশি দ্রুত দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় গড়তে হবে তাঁদেরকে। তৃতীয় দিনেও কোচ লক্ষ্মীরতন ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী। আজই ফয়সালা হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
