Ranji Trophy Bengal : এখনও ‍‘প্রস্তুতি’ সারছে বাংলা, জানুন সেমিতে মনোজদের প্রতিপক্ষ কে

ম্যারাথন প্রথম ইনিংসের পরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলার (Ranji Trophy Bengal)। তবে থমকে না গিয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ‍‘ব্যাটিং অনুশীলন’ চালাচ্ছে বাংলা। সেমিফাইনালে তারা মুখোমুখি…

ম্যারাথন প্রথম ইনিংসের পরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলার (Ranji Trophy Bengal)। তবে থমকে না গিয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ‍‘ব্যাটিং অনুশীলন’ চালাচ্ছে বাংলা। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে মধ্যপ্রদেশের।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৭৭৩ রান করে বিশ্বরেকর্ড গড়েছে বঙ্গ ব্রিগেড। এরপর সায়ন মণ্ডল এবং শাহবাজ আহমেদের দাপটে ঝাড়খণ্ডকে ২৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলা। তবে ফলো-অন না দিয়ে আবার ব্যাটিং করতে নেমেছে অরুণ লালের শিষ্যরা। বৃহস্পতিবার চতুর্থ দিনের শেষে ৩ উইকেটে বাংলার স্কোর ৭৬। সাজঘরে ফিরেছেন অভিষেক রামন, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামি। ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি এবং অনুষ্টুপ মজুমদার। তিনটি উইকেটই নিয়েছেন শাহবাজ নাদিম।

   

Advertisements

এদিকে, সেমিফাইনালে বাংলা মুখোমুখি হতে চলেছে মধ্যপ্রদেশের। কোয়ার্টার ফাইনালে পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে মধ্যপ্রদেশ। অপর সেমিফাইনালে মুম্বইয়ের মুখোমুখি হবে উত্তরপ্রদেশ। উত্তরাখণ্ডকে ৭২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিতে উঠেছে মুম্বই। আর কর্ণাটককে ৫ উইকেটে হারিয়ে শেষ চারের টিকিট কনফার্ম করেছে উত্তরপ্রদেশ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News