Ranjan Chowdhury: বাংলা দলের দায়িত্ব পেয়ে কী বললেন রঞ্জন চৌধুরী? জানুন

আগত সন্তোষ ট্রফির (Santosh Trophy) কথা মাথায় রেখে এবার ফের কোচের ভূমিকায় আনা হল বাঙালি কোচ রঞ্জন চৌধুরীকে (Ranjan Chowdhury)।

Bhawanipur Coach Ranjan Chowdhury

আগত সন্তোষ ট্রফির (Santosh Trophy) কথা মাথায় রেখে এবার ফের কোচের ভূমিকায় আনা হল বাঙালি কোচ রঞ্জন চৌধুরীকে (Ranjan Chowdhury)। গতকাল আইএফএ অফিস থেকে বিশেষ কমিটির বৈঠকের শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হল এবার। পূর্বে আবেদনের জন্য একাধিক নাম জমা পড়লেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হল দুই প্রধানের এই প্রাক্তন সহকারীকে।

উল্লেখ্য, বছর চারেক আগেও বাংলার ফুটবল দলের দায়িত্বে ছিলেন তিনি। তবে সেবার টুর্নামেন্টের ফাইনালে কেরালা দলের কাছে হেরে যেতে হয়েছিল বঙ্গের ছেলেদের। এই মরশুমে ও ভবানীপুর ফুটবল ক্লাবের হয়ে দায়িত্ব সামলে আসছেন তিনি। গতবার তার দৌলতেই যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল ভবানীপুর। এবার ও তার উপরেই ভরসা রাখে ম্যানেজমেন্ট।

   

আগামী অক্টোবর মাসে পাঞ্জাবের বুকে শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। মূলত সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্ব। সেখান থেকেই পরীক্ষা শুরু বাংলার ফুটবল দলের। তবে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন চৌধুরী বলেন, “বাংলা দলের সাফল্য বলতে গেলে চ্যাম্পিয়ন হতে হবে। পূর্বে ও আমি বাংলা দলের হয়ে কোচিং করেছিলাম তবে সেবার রানার্স হয়েছিলাম। কিন্তু আমি এটাকে কোনো সাফল্য হিসেবে ধরি না। বিজয়ী হওয়াই একমাত্র লক্ষ্য। প্রত্যেকেই এই চাপ নিয়ে খেলতে আসতে হয়। তাছাড়া কোচ ও অন্যান্য অফিসিয়ালদের ও চাপ থাকে। এবার ও তার বিকল্প হবে না। তবে এবার যথেষ্ট সময় কম রয়েছে। পাশাপাশি প্রতিপক্ষ দলগুলো ও যথেষ্ট শক্তিশালী রয়েছে।”

তিনি আরও বলেন, সেইসব নিয়ে এখন ভাবলে চলবে না। খুব তাড়াতাড়ি আমাদের কাজ আরম্ভ করতে হবে। আমার তরফ থেকে সব রকমের চেষ্টা থাকবে। আশা করি আমরা ভালো ফল করেই ফিরে আসতে পারবো।