HomeSports NewsMohun Bagan vs East Bengal: বড় দলের কোচিংয়ে ফিরবেন রঞ্জন ভট্টাচার্য? জেনে...

Mohun Bagan vs East Bengal: বড় দলের কোচিংয়ে ফিরবেন রঞ্জন ভট্টাচার্য? জেনে নিন কী বললেন

- Advertisement -

মোহনবাগানের বিরুদ্ধে ৫ গোল হজম করায় বেজায় ক্ষুব্ধ ইস্টবেঙ্গল সমর্থকরা। আরএফডিএল টুর্নামেন্টে মোহনবাগানের বিরুদ্ধে ৫-১ গোলে হেরেছে ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। এরপরেই লাল হলুদ সমর্থকদের একাংশের দাবি, বিনো জর্জকে সরিয়ে দায়িত্ব দেওয়া হোক রঞ্জন ভট্টাচার্যকে।

রঞ্জন ভট্টাচার্য এখন রয়েছেন অ্যাডামাস্ট স্পোর্টস অ্যাকাডেমির দায়িত্বে। প্রতিভা অন্বেষণ এবং খেলোয়াড় হিসেবে তাদের গড়ে তোলার দায়িত্বে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য। কলকাতা ময়দানের অনেকেই তাঁকে জানেন প্রাক্তন ফুটবলার হিসেবে। কিন্তু তিনি এখন শুধু ফুটবল নয়, অন্যান্য ক্রীড়ার সঙ্গেও যুক্ত। অ্যাডামাসের দায়িত্ব ছেড়ে তিনি কি আসবেন কলকাতার কোনও বড় ফুটবল ক্লাবের দায়িত্বে?

   

কলকাতা ময়দানের ‘প্রধান’ কোনও ক্লাবের প্রস্তাব রয়েছে কি না সেটা জানাতে ফোন করা হয়েছিল রঞ্জন ভট্টাচার্যকেই। তিনি জানিয়েছেন, “না না, আমার কাছে কোনও ক্লাবের অফার এখন নেই। এই মুহুর্তে যে কাজ করছি আমি তাতে খুশি।”

আরএফডিএল-এ অ্যাডামাস এবার টেক্কা দিচ্ছে গ্রুপের অন্যান্য ক্লাবগুলোকে। দলের এই পারফরম্যান্সে রঞ্জন খুশি। তিনি বলেছেন, “বড় ক্লাবগুলোর পরিকাঠামো প্রচুর। তার মধ্যেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিকল্পনা করে সঠিক পথে এগোলে সবই সম্ভব হয়।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular