Mumbai City FC: ফের আইএসএল জয়ের হাতছানি, কী বলছেন রনবীর কাপুর?

গতবছর অল্পের জন্য ফস্কে গিয়েছিল খেতাব। শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে সাডেন ডেথে পরাজিত হয়ে আইএসএল সেমিফাইনালে বিদায় নিয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। তবে…

ranbir kapoor mumbai city fc

গতবছর অল্পের জন্য ফস্কে গিয়েছিল খেতাব। শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে সাডেন ডেথে পরাজিত হয়ে আইএসএল সেমিফাইনালে বিদায় নিয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। তবে এবার নিজেদের ভুলভ্রান্তি শুধরে নিয়েছে এই দল। মানালো মার্কেজের শক্তিশালী এফসি গোয়াকে পরাজিত করে এবারের এই মরশুমের ফাইনালে উঠেছে পেট্রো ক্র্যাটকির ছেলেরা।

প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস। গতবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এই ফুটবল দল। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল টুর্নামেন্টের লিগশিল্ড। উল্লেখ্য, এই মরশুমে সবুজ-মেরুন ব্রিগেডের কাছে পরাজিত হয়েই শিল্ড হাতছাড়া হয়েছে মেহেতাবদের।

   

এবার তাদের সাথেই খেলতে হবে ফাইনাল। মোহনবাগানের ঘরের মাঠ অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে জয় পাওয়াই একমাত্র লক্ষ্য মুম্বাই সিটি এফসির। তবে আকাশ মিশ্রা থেকে শুরু করে ভ্যান নিফের মতো ফুটবলারদের অনুপস্থিতি যথেষ্ট চাপে রাখবে দলকে। তবুও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টায় রয়েছেন ছাংতেরা। যুবভারতীতে এই ম্যাচ জিততে পারলে তা নিঃসন্দেহে বড়সড়ো পাওনা হবে মুম্বাই সিটির কাছে। এক্ষেত্রে তাদের তুরূপে তাস হতে পারেন রাহুল ভেকে। একটা সময় ইস্টবেঙ্গলের জার্সিতে যুবভারতীতে দাপিয়ে খেলেছেন এই ফুটবলার। বলতে গেলে নিজের চেনা পরিবেশেই এবার খেলতে নামছেন রাহুল। সেজন্য, এই ভারতীয় ফুটবলারের দিকেও নজর থাকবে সকলের।

এসবের মাঝেই দলের সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মুম্বাই সিটির অন্যতম প্রধান রনবীর কাপুর। তিনি বলেন, গতবারের তুলনায় এ বছর যথেষ্ট লড়াকু মেজাজে দেখা গিয়েছে আমাদের দলের ফুটবলারদের। আজ এই আইএসএল টুর্নামেন্টের শেষ ম্যাচে দল খেলতে নামছে। এবার সময় এসেছে দলকে সমর্থন করার। আরো একবার আইএসএল ট্রফি ঘরে আনার। তারই মন্তব্যে যথেষ্ট সক্রিয়তা দেখা গিয়েছে সমর্থকদের মধ্যে। শেষ পর্যন্ত কার হাতে উঠে এবারের এই শিরোপা, সেদিকেই নজর গোটা দেশের ফুটবলপ্রেমীদের।