Goalkeeping: দেবনাথের পর রমেশ! ভালো গোলকিপিং আরেক তরুণকে নিয়ে এল লাইমলাইটে

ডুরান্ড শুরু’র আগের কথা। মরশুমের প্রথম প্রস্তুতি ম‍্যাচে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নেমে ডায়মন্ডহারবারের বিরুদ্ধে ম‍্যাচে চার চারটি নিশ্চিত গোল সেভ (Goalkeeping) দিয়ে রাতারাতি তারকা হয়ে…

Goalkeeping bengal

ডুরান্ড শুরু’র আগের কথা। মরশুমের প্রথম প্রস্তুতি ম‍্যাচে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নেমে ডায়মন্ডহারবারের বিরুদ্ধে ম‍্যাচে চার চারটি নিশ্চিত গোল সেভ (Goalkeeping) দিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন যুব বাঙালি গোলকিপার দেবনাথ মন্ডল।

Advertisements

এরপর দিন ছিল চমক ! আগের দিন ইস্টবেঙ্গলের হয়ে খেলা গোলকিপার’কে রাতারাতি দলে তুলে চমক দিয়েছিল এটিকে মোহনবাগান। পরবর্তী সময়ে জানা যায় সংশ্লিষ্ট গোলকিপারের সাথে কোনও চুক্তি করেনি ইস্টবেঙ্গল বর্তমানে মোহনবাগানের ডুরান্ড কাপের স্কোয়াডে সদস্য দেবনাথ।

Advertisements
   

এমন অনভিপ্রেত কিছু না হলেও এবার ডুরান্ড কাপের আসরে এক গোলকিপারকে তার প্রতিভার ঝলক দেখিয়ে সুযোগ করে নিতে গেলো আইএসএলের ক্লাবে। এবছর ডুরান্ডে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স দিয়ে সকলের নজর করে নিয়েছিলেন রাজস্থান ইউনাইটেডে গোলকিপার নীরজ কুমার।এমন ভালো পারফরম্যান্স দেওয়ার সুবাদে আসন্ন আইএসএলের জন্যে তাকে দলে নিলো ওড়িশা এফসি ।নিঃসন্দেহে এই ধরনের খবর পরবর্তী সময়ে উদীয়মান সকল প্রতিভাদের ভালো কিছু করার প্রেরণা যোগাবে।