চেন্নাইয়িন এফসি থেকে বিদায় নিতে চলেছেন রমন বিজয়ন

গত কয়েক মরশুমের হতশ্রী পারফরম্যান্স ছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) ফুটবল দলের।  তবে দলের হাল ধরতে নিজেদের পুরোনো কোচ ওয়েন কোয়েলের হাতে তুলে দেওয়া হয়…

Raman Vijayan Set to Leave Chennaiyin FC

গত কয়েক মরশুমের হতশ্রী পারফরম্যান্স ছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) ফুটবল দলের।  তবে দলের হাল ধরতে নিজেদের পুরোনো কোচ ওয়েন কোয়েলের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। বলাবাহুল্য, এই সিজনে এই ব্রিটিশ কোচের তত্ত্বাবধানেই সেজে ওঠে গোটা দল। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করার ক্ষেত্রেও যথেষ্ট চমক দিয়েছিল এই ফুটবল ক্লাব। তার ফলাফল ও মিলেছে হাতেনাতে। একের পর এক দাপুটে ফুটবল ক্লাবকে পিছনে ফেলে অতি সহজেই প্লে-অফ নিশ্চিত করেছিল এই ফুটবল ক্লাব। যদিও পরবর্তীতে ছিটকে যেতে হয় তাদের।

তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে প্রথমেই তাদের নজর গিয়েছে জামশেদপুর এফসির ফুটবলার জরমনপ্রীত সিংয়ের দিকে।‌ এই তরুণ মিডফিল্ডারকে দলে নিয়েই নতুন মরশুম শুরু করতে চাইছে দক্ষিণের এই ফুটবল ক্লাব।

   

তবে শুধু চেন্নাইয়িন নয়, আইএসএলের আরো একাধিক ফুটবল ক্লাবের নজর রয়েছে এই ফুটবলারের দিকে। তবে সকলকে টেক্কা দিয়ে এই তারকাকে চূড়ান্ত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে চেন্নাইয়িন। এছাড়াও নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। বিশেষ করে নয়া গোলরক্ষক হিসেবে তারা চূড়ান্ত করেছে মুম্বাই সিটি এফসির গোলরক্ষক মোহম্মদ নাওয়াজকে।

শুধু ফুটবলার নয়। এবার বদলাতে চলেছে চেন্নাইয়িন এফসির সহকারী কোচ। গত মরশুম থেকে রমন বিজয়ন চেন্নাইয়িন দলের দায়িত্ব সামাল দিলেও নতুন মরশুমে আর তাকে দেখা যাবে না দক্ষিণের এই ফুটবল ক্লাবে। যতদূর খবর, নতুন সিজনের কথা মাথায় রেখে ওয়েন কোয়েলের পুরোনো সহকারীকে ফিরিয়ে আনার কথা ভেবেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।