আসন্ন কলকাতা ফুটবল লিগে কোন ক্লাবে খেলবেন রাম মালিক? জেনে নিন

শুরু হয়ে গিয়েছে দল বদলের পালা। কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) নিয়ে ধীরে ধীরে আলোচনা শুরু হচ্ছে ময়দানে। বাংলায় ফুটবল উৎসব শুরু হওয়ার আগে…

Ram Malik

শুরু হয়ে গিয়েছে দল বদলের পালা। কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) নিয়ে ধীরে ধীরে আলোচনা শুরু হচ্ছে ময়দানে। বাংলায় ফুটবল উৎসব শুরু হওয়ার আগে দল গঠন করার পালা। বিভিন্ন ক্লাব সেজে উঠছে নতুন করে। কলকাতা ফুটবল লিগ মানেই এক ঝাঁক নতুন মুখ। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছেলেরা সুযোগ পায় কলকাতার মাঠে খেলার। আসন্ন কলকাতা ফুটবল লিগেও একাধিক তরুণ ফুটবলারকে খেলতে দেখা যাবে বলে আশা করা যায়। সেই সঙ্গে অভিজ্ঞ ফুটবলারদের দিকেও নজর থাকবে।

   

ইন্ডিয়ান সুপার লিগের জমানায় এই সিনিয়র ফুটবলারদের নিয়ে থাকে নস্টালজিয়া। রাম মালিকের কথা বাংলার ফুটবল প্রেমীদের অনেকেই ভুলতে পারেননি। সবুজ মেরুন জার্সি পরে তাঁর সেই দৌড় হয়তো অনেকেরই মনে রয়েছে। তিনিও খেলবেন কলকাতা ফুটবল লিগ। কিন্তু কোন দলের বয়ে সিএফএল খেলবেন রাম মালিক?

রাম মালিক খেলবেন ক্যালকাটা কাস্টমসের হয়ে। মোহনবাগানের হয়ে কয়েক মরসুম খেলার পর কাস্টমসের হয়ে দীর্ঘ দিন খেলছেন রাম মালিক। আসন্ন মরসুমেও খেলবেন এই ক্লাবের হয়ে। কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখে কাস্টমস ফুটবল ক্লাব ইতিমধ্যে সই করিয়েছে নতুম ফুটবলার। রাম মালিক দলের সিনিয়র ফুটবলারদের মধ্যে অন্যতম।

মোহনবাগানের যুব দলের হয়ে খেলার পর ইউনাইটেড স্পোর্টস ও কালীঘাটের হয়ে খেলেছিলেন রাম মালিক। তারপর আবার মোহনবাগান। সবুজ মেরুন জার্সিতে খেলেছেন পঞ্চাশের বেশি ম্যাচ। করেছিলেন বেশ কিছু গোল।