ইস্টবেঙ্গলের বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিকের ফিরে আসার সম্ভাবনা জোরাল

রাজু গায়কোয়ার (Raju Gaikwad) সবুজ গালিচায় ইস্টবেঙ্গলের (East Bengal) বহু লড়াইয়ের পোড় খাওয়া খেলোয়াড়ের লাল-হলুদ শিবিরে ফিরে আসার সম্ভাবনা ঘিরে নতুন করে জজল্পনা দেখা দিয়েছে।

আইলিগ ক্লাব দল চার্চিল ব্রাদার্সের হয়ে এই মুহুর্তে খেলতে ব্যস্ত ইউলিটি এই ফুটবলার।আদতে সেন্টার ব্যাক রাজু’র লেফট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডে জুড়িমেলা ভার।২০১০-১১ আইলিগ সেশনে প্রথম লাল হলুদ জার্সি গায়ে চাপে রাজু গায়কোয়ারের শরীরে।এরপর ২০১৪-১৫,২০২০-২১ সেশনেও ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠ কাঁপাতে দেখা গিয়েছে প্রাক্তন ভারতীয় এই ফুটবলারকে।মাঝে ২০১৬-১৭ ফুটবল ক্যালেন্ডারে মোহনবাগান দলে খেলেন গায়কোয়ার।

   

Raju Gaikwad

চার্চিলের হয়ে ২০২২-২৩ আইলিগ মরসুমে ৬ ম্যাচে ১ গোল করা রাজু গায়কোয়ারকে নিয়ে ট্রান্সফার মার্কেটে আশাবাদী ইস্টবেঙ্গল এফসি।চার্চিলের প্রথম একাদশে থাকা এই ফুটবলার প্রায় পুরো সময়ে অনফিল্ড পারফরম্যান্সের গোলের খোঁজে সকল সময়ে সুযোগ সন্ধানী হতে দেখা যাচ্ছে।৩২ বছর বয়সে দাঁড়িয়ে ফুটবলার রাজু গায়কোয়ারের ম্যাচ ফিটনেস লেভেল যেকোনো তরুণ ফুটবলারের কাছেও ঈর্ষণীয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন