লাল-হলুদ ছেড়ে পড়শী ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা এই মিডফিল্ডারের

শেষ মরসুমে দুরন্ত পারফরম্যান্স করে ও চূড়ান্ত সাফল্য আসেনি। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল কলকাতা ফুটবল লিগ। তবে নয়া সিজনে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল ইমামি…

Razibul Mistry

শেষ মরসুমে দুরন্ত পারফরম্যান্স করে ও চূড়ান্ত সাফল্য আসেনি। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল কলকাতা ফুটবল লিগ। তবে নয়া সিজনে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। সেইমতো এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে দুরন্ত ছন্দে রয়েছে ময়দানের এই প্রধান। গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে বড় ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছিল ময়দানের এই প্রধান। তারপর জর্জ টেলিগ্রাফ থেকে শুরু করে ক্যালকাটা কাস্টমস হোক কিংবা পুলিশ এফসি। অনায়াসেই জয় ছিনিয়ে নিয়েছে জেসিন টিকে’রা।

Advertisements

এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে ও জয় এসেছিল অতি সহজেই। পরবর্তীতে ও বজায় থেকেছে সেই ধারা। বলতে গেলে অপরাজিত ভাবে গ্ৰুপ পর্ব শেষ করেছে ইস্টবেঙ্গল। যারফলে টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে সুপার সিক্সে পৌঁছে গিয়েছে বিনো জর্জের ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হবে ভবানীপুর ফুটবল ক্লাবের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি সহ ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের মতো শক্তিশালী দল গুলির সঙ্গে।

Advertisements

গ্ৰুপ পর্বের মতো এখানেও ভালো পারফরম্যান্স করা অন্যতম লক্ষ্য ফুটবলারদের। কিন্তু তাঁর আগেই উঠে এল এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, ইমামি ইস্টবেঙ্গল ছেড়ে মহামেডান স্পোর্টিং ক্লাবে যোগদান করতে চলেছেন রাজিবুল মিস্ত্রি। এবারের কলকাতা লিগের কথা মাথায় রেখেই রিলায়েন্স ইয়ং চ্যাম্পস থেকে তাঁকে সই করিয়েছিল মশাল ব্রিগেড। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন এই ফুটবলার।

কিন্তু এবার সুপার সিক্সের উদ্দেশ্যে লাল-হলুদ ছেড়ে সাদা-কালো শিবিরে যোগদান করতে চলেছেন বাংলার এই তরুণ ফুটবলার। আগামী দুই মাসের জন্য হাকিম সেগেন্ডোর দলে যোগদান করার কথা থাকলেও তাঁর পারফরম্যান্স দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে মহামেডান ম্যানেজমেন্ট।