Tuesday, October 14, 2025
HomeSports Newsবিসিসিআইয়ে নেতৃত্ব পরিবর্তনের পালা! সভাপতি পদে বসছেন কংগ্রেস সাংসদ

বিসিসিআইয়ে নেতৃত্ব পরিবর্তনের পালা! সভাপতি পদে বসছেন কংগ্রেস সাংসদ

আগামী জুলাই মাসে বড় পরিবর্তনের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও অফিস-বেয়ারারের বয়স ৭০ বছর পার হলে তিনি আর সেই পদে থাকতে পারেন না। এই নিয়মেই শেষ হতে চলেছে বর্তমান সভাপতি রজার বিনির (Roger Binny) কার্যকাল। আগামী ১৯ জুলাই ৭০ বছরে পা রাখতে চলেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রজার বিনি। ফলে নিয়ম অনুযায়ী তাঁকে বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়াতেই হবে।

Advertisements

এই পরিস্থিতিতে, বর্তমান সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) অন্তর্বর্তীকালীন বিসিসিআই সভাপতির দায়িত্ব নিতে চলেছেন বলে বোর্ড সূত্রে খবর। সংবাদ সংস্থা পিটিআই জানায়, অন্তর্বর্তীকালীন হিসেবে রাজীব শুক্লাই দায়িত্ব সামলাবেন যতদিন না নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। বোর্ডের বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানেই স্থায়ী সভাপতির নির্বাচন হবে।

Advertisements

রজার বিনির সাফল্যগাথা

২০২২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে বিসিসিআই সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন রজার বিনি। তাঁর তিন বছরের কার্যকালে ভারতীয় ক্রিকেট নানা উত্থান-পতনের সাক্ষী থেকেছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল ভারতের পুরুষ ক্রিকেট দলের জোড়া আইসিসি শিরোপা জয়—২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি।

এছাড়াও, তাঁর সময়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়, যা তরুণ প্রতিভাদের সামনে সুযোগের দরজা খুলে দেয়। মহিলাদের ক্রিকেটকেও তিনি এক নতুন মাত্রা দেন—তাঁর অধীনে শুরু হয় উইমেন’স প্রিমিয়ার লিগ (WPL), যা আজ ভারতের মহিলা ক্রিকেটকে আরও পেশাদার এবং জনপ্রিয় করে তুলেছে।

কে এই রাজীব শুক্লা?

৬৫ বছর বয়সী রাজীব শুক্লা একজন অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক, রাজনীতিবিদ এবং বিসিসিআইয়ের দীর্ঘদিনের পরিচিত মুখ। ২০২০ সাল থেকে বোর্ডের সহ-সভাপতির হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে তিনি আইপিএলের চেয়ারম্যানের ভূমিকাতেও ছিলেন।

রাজনৈতিক পরিসরে কংগ্রেস দলের রাজ্যসভার সাংসদ হিসেবে পরিচিত রাজীব শুক্লা বিসিসিআইতে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকা পালন করেছেন। একাধিক সংকটের সময় বোর্ডকে স্থিতিশীল রাখার কাজেও তাঁর অবদান অনস্বীকার্য।

অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব

বিসিসিআই অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী, বোর্ডের যেকোনও শূন্য পদে সর্বোচ্চ সিনিয়র অফিস বেয়ারারই দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন হিসেবে। সেই নিয়ম মেনেই রাজীব শুক্লা দায়িত্ব নিতে চলেছেন। এক বোর্ড সূত্র জানিয়েছে, “রজার বিনি ৭০ বছরে পা দিচ্ছেন ১৯ জুলাই। তখন থেকে রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন। সেপ্টেম্বর মাসের AGM-এ স্থায়ী সভাপতির নির্বাচন করা হবে।”

বর্তমান বিসিসিআই কাঠামো

বর্তমানে জয় শাহ আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ায় বিসিসিআইয়ের সচিব পদে পরিবর্তন এসেছে। নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন অসম ক্রিকেটার দেবজিৎ সইকিয়া। রাজীব শুক্লার অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব গ্রহণের পরে বোর্ডের শীর্ষ নেতৃত্বে আরও কিছু অদলবদল ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ভারতীয় ক্রিকেট বোর্ডে এই অন্তর্বর্তী রদবদল অনেকটাই নিয়ম মেনে হলেও, এর রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। রাজীব শুক্লার অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক সংযোগ তাঁকে অন্তর্বর্তী সভাপতি হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করবে। ভবিষ্যতে তিনিই কি স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হবেন? উত্তর মিলবে আসন্ন সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। তবে আপাতত ভারতীয় ক্রিকেটের হাল ধরে রাখতে তিন মাসের জন্য রাজীব শুক্লার হাতেই দায়িত্ব যাচ্ছে।

Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments