কেরিয়ার শেষের মুখে! ভারতীয় দলে সুযোগ না-ও পেতে পারেন এই ব্যাটার

বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট টিমের হাল কারা ধরবে সে ব্যাপারে আলোচনা জারি রয়েছে। এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে টিম…

Rajat Patidar Duleep Trophy 2024

বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট টিমের হাল কারা ধরবে সে ব্যাপারে আলোচনা জারি রয়েছে। এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ায়। কেউ কেউ নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। কেউ-বা সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছেন। তেমনই একজন হলেন রজত পতিদার (Rajat Patidar)।

দলীপে মাত্র ২২, তবে কি নির্বাচকদের আস্থা হারালেন শুভমন?

   

রজত পতিদেরকে অন্যতম প্রতিভাবান উঠতি ক্রিকেটারদের মধ্যে গণ্য করা হতো। এখনও তাঁকে কেন্দ্র করে প্রত্যাশা রয়েছে অনেকটা। কিন্তু ধারাবাহিকভাবে ফ্লপ হচ্ছেন রজত। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা আবশ্যক। সেহেতু এবারের দলীপ ট্রফিতে (Duleep Trophy) নেমেছেন তারকা ক্রিকেটাররা।

ইন্ডিয়া ‘সি’ বনাম ইন্ডিয়া ‘ডি’ (India C vs India D) দলের ম্যাচে নজরে রয়েছেন রজত পতিদার। দলীপ ট্রফি রজতের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। কারণ সম্প্রতি সময়ে তাঁর ব্যাটিং পারফরম্যান্স একেবারেই বলার মতো নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পাওয়া এই ব্যাটারের ফর্ম লাগাতার পড়তির দিকে। ঘরের মাঠে স্পিনারদের বিরুদ্ধে তাঁর টেকনিক প্রশংসা পেয়েছিল। নিজের এই দক্ষতার জোরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা করে নিয়েছিলেন রজত। রজতের স্পিন খেলার এই দক্ষতাই এখন প্রশ্নের মুখে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন রজত পতিদার। সিরিজের ছয় ইনিংসে রজত ছ’বার উইকেট হারিয়েছিলেন স্পিনের বিরুদ্ধে। ১০.৫ গড়ে করতে পেরেছিলেন মতো ৬৩ রান।

মাত্র ৭০ বলে হাফ সেঞ্চুরি, জাতীয় দলে ফিরতে দলীপকেই পাখির চোখ পাড়িক্কলের

দলীপ ট্রফিতেও স্পিনারের বিরুদ্ধে দাঁড়াতে পারনেননি রজত পতিদার। ইন্ডিয়া ‘সি’-এর হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩০ বলে ১৩ রান করে আউট হয়েছেন তিনি। রজতের উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। স্পিনারদের বিরুদ্ধে রজত পতিদারের অফ ফর্ম এখনও পিছু ছাড়ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।