Team India: কোহলির জায়গায় টিম ইন্ডিয়ায় ১৫১ রানের ইনিংস খেলা রজত

ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের প্রস্তুতি প্রায় শেষ। সিরিজ শুরুর আগেই প্রথম দুই ম্যাচের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতের (Team India)…

Rajat Patidar

short-samachar

ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের প্রস্তুতি প্রায় শেষ। সিরিজ শুরুর আগেই প্রথম দুই ম্যাচের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতের (Team India) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এমন পরিস্থিতিতে কোহলির পরিবর্তে কোন খেলোয়াড়কে দলে নেওয়া হবে, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। এখন তা ঘোষণা করা হয়েছে। কোহলির পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ভারতের তারকা খেলোয়াড় রজত পতিদার।

   

রজত পাতিদার ছাড়া অন্য কোনও বিকল্প থাকতে পারত কি না, সেটাই বড় প্রশ্ন। কেন দলে জায়গা পেলেন পাতিদার? আগামী ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে দলের অংশ হবেন না বিরাট কোহলি।

চেতেশ্বর পূজারাকে দলে নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। পূজারা সম্প্রতি রঞ্জি ট্রফিতে ২৪৩ রান করেছেন। এরপরই জল্পনা চলছিল যে তিনি দলে জায়গা পাবেন, কিন্তু আরও একবার পূজারা হতাশ হয়েছেন এবং কোহলির পরিবর্তে পাতিদারকে দলে নেওয়া হয়েছে।

দুর্দান্ত ফর্মে রয়েছেন রজত পতিদার। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন পাতিদার। ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পতিদারের ব্যাট থেকে এসেছে ১৫১ রান। বিশেষ বিষয় হল, মাত্র ১৫৮ বলে ১৫১ রান করেছেন পাতিদার। এ সময় তার ব্যাট থেকে পাওয়া গিয়েছে ১৯ টি চার ও ৫ টি ছক্কা। তিনি যে ফর্মে আছে তা স্পষ্ট।