একসঙ্গে চার দেশীয় তারকাকে দলে যুক্ত করল আইলিগের এই দল

গত আইলিগে সাফল্য পাওয়া সম্ভব হয়নি রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) পক্ষে। শক্তিশালী রিয়াল কাশ্মীরের কাছে পরাজিত হয়েই অভিযান শুরু করেছিল দেশের এই ফুটবল ক্লাব। যদিও…

rajasthan-united-signs-rahul-appu-liton-shil-alan-thapa-shafil-pp-i-league-2025

গত আইলিগে সাফল্য পাওয়া সম্ভব হয়নি রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) পক্ষে। শক্তিশালী রিয়াল কাশ্মীরের কাছে পরাজিত হয়েই অভিযান শুরু করেছিল দেশের এই ফুটবল ক্লাব। যদিও নামধারী এফসিকে পরাজিত করে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল রাজস্থান (Rajasthan United)। কিন্তু সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি পরবর্তীতে। যারফলে আত্মবিশ্বাস ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছিল এই ফুটবল ক্লাবের। সেই সুযোগ কাজে লাগিয়েই পরবর্তীতে পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল শিলং লাজং এফসি এবং হায়দরাবাদের ফুটবল ক্লাব তথা শ্রীনিধি ডেকান এফসি। তবে দ্বিতীয় লেগে রিয়াল কাশ্মীরকে অনায়াসেই আটকে দিয়েছিল এই দল।

Advertisements

যারফলে একটা সময় লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসার সুযোগ চলে এসেছিল তাঁদের কাছে। যদিও সেটা সম্ভব হয়নি। অনায়াসেই তাঁদের আটকে দিয়েছিল গোয়ান ফুটবল ক্লাব চার্চিল ব্রাদার্স। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের অন্যান্য দলগুলি তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। শেষ পর্যন্ত ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছিল এই ফুটবল ক্লাব। যা মেনে নেওয়া সম্ভব ছিল না ম্যানেজমেন্টের তরফে। আসন্ন ফুটবল লিগে এবার ভালো ফল করতে বদ্ধপরিকর রাজস্থান (Rajasthan United)। সেইমর্মে গত কয়েক মাসে একের পর এক দাপুটে ফুটবলারদের দলে টেনেছে এই ক্লাব।

   

এবার সেই তালিকায় যুক্ত হল আরও চার ভারতীয় ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন রাহুল আপ্পু থেকে শুরু করে লিটন শীল, অ্যালেন থাপা, এবং শাফিল পিপি। দলের সঙ্গে যুক্ত হয়ে রাহুল বলেন, ” রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) জার্সিতে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। সবাই আমাদের পাশে থাকুন, সমর্থন করতে থাকুন।” লিটন বলেন, ” প্রতিটি ম্যাচেই নিজেকে প্রমাণ করতে চাই। পূর্বে ও যখন আমি এই দলের জার্সিতে খেলেছিলাম তখন এর মাহাত্ম্য বুঝতে পেরেছি। আবার ও নিজেকে প্রমাণ করতে চাই।”

অ্যালেন থাপা বলেন, ” প্রতিটি স্বপ্ন শুরু হয় বিশ্বাস, কঠোর পরিশ্রম ও ত্যাগ দিয়ে। সবসময় আমি ভারতীয় ফুটবল লিগে খেলার স্বপ্ন দেখে এসেছি। এবার রাজস্থান ইউনাইটেডের সঙ্গে যুক্ত হতে পেরেছি। দলের হয়ে ভালো খেলার জন্য আমি প্রতিজ্ঞা বদ্ধ।” শাফিল জানান, ” রাজস্থান ইউনাইটেডে (Rajasthan United) প্রথমবারের মতো খেলতে এসে আমি যথেষ্ট উৎসাহিত। আমাদের একটি শক্তিশালী দল রয়েছে। আমি আশা রাখি আমাদের কাছে লিগ জয়ের সুযোগ রয়েছে। আসুন সকলে মিলে এই সিজনটা স্মরনীয় করে তুলি।”