সুদেবা দিল্লির এই প্রাক্তন ফুটবলারকে এবার সই করাল রাজস্থান

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ আইলিগ খুব একটা সুখকর ছিল না রাজস্থান ইউনাইটেডের। দেশের দ্বিতীয় ডিভিশন লিগের প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল রিয়াল কাশ্মীরের কাছে। যদিও…

Rajasthan United Jaideep Singh signing

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ আইলিগ খুব একটা সুখকর ছিল না রাজস্থান ইউনাইটেডের। দেশের দ্বিতীয় ডিভিশন লিগের প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল রিয়াল কাশ্মীরের কাছে। যদিও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা ছিল না। দ্বিতীয় ম্যাচে অনায়াসেই শক্তিশালী নামধারী এফসির বিপক্ষে দল ঘুরে দাঁড়িয়েছিল দল। কিন্তু বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। যারফলে আত্মবিশ্বাস তলানিতে ঠেকতে খুব একটা সময় লাগেনি। পরবর্তীতে একের পর এক দুইটি ম্যাচে। এক্ষেত্রে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল শ্রীনিধি ডেকানের পাশাপাশি শিলং লাজং এফসির মতো দলের কাছে।

Advertisements

তবে প্রথম লেগের বদলা নিতে সেই টুর্নামেন্টের মাঝামাঝি সময় শক্তিশালী রিয়াল কাশ্মীর দলকে আটকে দেশের এই দ্বিতীয় ডিভিশন লিগের প্রথম তিনে উঠে আসার লড়াইয়ে নিজেদের পথ প্রশস্ত করার ভাবনা থাকলেও সেই আশা কার্যত নিরাশায় পরিনত করে দিয়েছিল চার্চিল ব্রাদার্স। তারপর গোকুলাম ম্যাচ। সেখানে ও মিলেছিল একরাশ হতাশা। যারফলে টুর্নামেন্টের অন্যান্য দলগুলি তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল রাজস্থানের এই ফুটবল দল। শেষ পর্যন্ত ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছিল রাজস্থানের এই শক্তিশালী ফুটবল ক্লাব।

   

সেটা একেবারেই ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। তবে সেইসব এখন অতীত। এই নয়া সিজনে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য সকলের কাছে। সেইমত ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই পরিকল্পনামাফিক খেলোয়াড় চূড়ান্ত করার কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। কিছুদিন আগেই সামার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও খেলোয়াড়দের দলে সই করানোর ক্ষেত্রে এখনও যথেষ্ট সক্রিয় রয়েছে রাজস্থান ইউনাইটেড। এবার সুদেবা দিল্লির আক্রমণভাগের এক প্রাক্তন তারকাকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করল আইলিগের এই দল। তিনি জয়দীপ সিং।

কিছু বছর আগে রয়্যাল রেঞ্জার্স ক্লাব থেকে সকলের নজরে এসেছিলেন দিল্লির এই ফুটবলার। পরবর্তীতে দিল্লি এফসির পাশাপাশি সুদেবা দিল্লির রিজার্ভ দলের হয়ে ও খেলেছিলেন জয়দীপ। এবার রাজস্থান ইউনাইটেডে নিজেকে মেলে ধরার লড়াই।


❓ FAQs

Q1. জয়দীপ সিং কে?
👉 জয়দীপ সিং দিল্লির একজন ফরোয়ার্ড ফুটবলার, যিনি সুদেবা দিল্লি ও দিল্লি এফসির রিজার্ভ দলে খেলেছেন।

Q2. রাজস্থান ইউনাইটেড কেন তাঁকে দলে নিল?
👉 নতুন মৌসুমে আক্রমণভাগ শক্তিশালী করতে এবং আইলিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তাঁকে সই করানো হয়েছে।

Q3. রাজস্থান ইউনাইটেডের গত মরশুম কেমন কেটেছিল?
👉 ২০২৪–২৫ মৌসুমে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছিল দল।

Q4. জয়দীপ সিং-এর কেরিয়ারের শুরু কোথায়?
👉 রয়্যাল রেঞ্জার্স ক্লাব থেকে উঠে আসেন, তারপর সুদেবা দিল্লি ও দিল্লি এফসির রিজার্ভ টিমে খেলেন।

Q5. তাঁর কাছ থেকে কী প্রত্যাশা করছে রাজস্থান ইউনাইটেড?
👉 গোল করার ধার বাড়ানো এবং প্রতিপক্ষের রক্ষণ ভেদ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।


🔑Jaideep Singh footballer, Sudeva Delhi FC transfers, Rajasthan United new signing, I-League 2025 news, Indian football transfers