পরবর্তী মরসুমে এই ক্রিকেটারকে নিয়ে চমক নাইটদের!

আইপিএল ২০২৫ (IPL 2025) অষ্টাদশ সংস্করণ এখন শেষের পথে। ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে প্লে-অফে জায়গা পাওয়া চারটি দল। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) যদিও সেই তালিকায়…

Rajasthan Royals star batsman Yashasvi Jaiswal like to join KKR 

আইপিএল ২০২৫ (IPL 2025) অষ্টাদশ সংস্করণ এখন শেষের পথে। ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে প্লে-অফে জায়গা পাওয়া চারটি দল। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) যদিও সেই তালিকায় নেই, কারণ তারা নিজেদের অভিযান শেষ করে ফেলেছে। তবে তাদের শেষ ম্যাচে তারা চেন্নাই সুপার কিংসকে হারিয়ে মরসুমে ইতিবাচক সুরে শেষ করেছে। এই জয় দলের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এলেও, সমর্থকদের মন ভাঙল এক সম্ভাব্য বিদায় বার্তায়—যেটি এসেছিল দলের অন্যতম সেরা ব্যাটার, যশস্বী জয়সওয়ালের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।

যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এই সিজনে দুর্দান্ত ছন্দে ছিলেন। স্ট্রাইক রেট ১৫৯-এরও বেশি, ৫৫৯ রান, একাধিক ম্যাচে ইনিংস গড়ার মূল দায়িত্বে থেকেছেন। তবে তার দল হিসেবে রাজস্থানের পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক ছিল না। সেই হতাশার কথাই তিনি তুলে ধরেন নিজের পোস্টে। কিন্তু নেটিজেনদের নজর কাড়ে তার একটি বিশেষ লাইন: “পরবর্তী চ্যালেঞ্জ, সেটা সঙ্গে করে যাই নিয়ে আসুক না কেন, তার জন্য প্রস্তুত।” এর সঙ্গে তিনি আরও লেখেন, “সবকিছুর জন্য রাজস্থান রয়্যালসকে অনেক ধন্যবাদ। এমন একটা মরসুম তো আমরা আশা করিনি। তবে একসঙ্গে আমাদের এই সফরটা জন্য চিরকৃতজ্ঞ।”

   

এই বক্তব্যে অনেকেই ধরে নিচ্ছেন, রাজস্থানের সঙ্গে তাঁর সম্পর্ক শেষের পথে। বিশেষ করে তিনি যখন ‘সফরের জন্য কৃতজ্ঞতা’ প্রকাশ করছেন, তখন এটা বিদায় বার্তার ইঙ্গিত বলেই মনে করছেন অনেকেই। আরও একটি ইঙ্গিত, যেটি উত্তেজনা বাড়িয়েছে, সেটি হল—যশস্বীর সোশ্যাল মিডিয়া কার্যকলাপ। জানা যাচ্ছে, তিনি কলকাতা নাইট রাইডার্স (KKR) একাধিক তারকা ক্রিকেটার ও দলটির অফিসিয়াল অ্যাকাউন্ট ফলো করেন। এর ফলে স্বাভাবিক ভাবেই কল্পনা শুরু হয়, যশস্বী কি তবে রাজস্থান রয়্যালস ছেড়ে কেকেআরে যোগ দিতে চলেছেন?

বিষয়টিকে আরও চর্চাযোগ্য করে তোলে কেকেআরের নেতৃত্ব প্রসঙ্গ। শ্রেয়াস আইয়ার চলে যাওয়ার পর নাইটদের নতুন নেতা হিসেবে বিবেচিত হন অজিঙ্কা রাহানে। তবে ভবিষ্যতে অধিনায়কত্বে পরিবর্তন হলে যশস্বীর মতো ফর্মে থাকা ও তরুণ এক ব্যাটারের উপর ভরসা রাখা হতেই পারে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে ও জাতীয় দলের হয়ে তাঁর সাম্প্রতিক ফর্ম অনেককেই মুগ্ধ করেছে।

তবে যশস্বী এই গুঞ্জন যে নিজেও বুঝতে পেরেছেন, তার প্রমাণ পাওয়া যায় তার ক্যাপশনের পরিবর্তনে। প্রথমে পোস্টের ক্যাপশনে ‘পরবর্তী চ্যালেঞ্জ’-এর কথা থাকলেও, পরে সেই জায়গায় তিনি একটি ভারতীয় পতাকার ইমোজি জুড়ে দেন। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে, তার ভবিষ্যতের ‘চ্যালেঞ্জ’ আসলে টিম ইন্ডিয়ার হয়ে খেলা।

Advertisements

এখানেই প্রশ্ন উঠছে—যশস্বী সত্যিই কি রাজস্থান রয়্যালসকে বিদায় জানাতে চলেছেন, নাকি শুধুই জাতীয় দলের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন? আসলে আইপিএলে ট্রান্সফার বা রিটেনশন প্রক্রিয়া সম্পর্কে যতদিন না অফিশিয়াল কিছু জানা যাচ্ছে, ততদিন এই জল্পনার শেষ নেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yashasvi Jaiswal (@yashasvijaiswal28)

ছয় বছর ধরে রাজস্থানের হয়ে খেলা যশস্বীর সঙ্গে দলের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে। তিনি তাদের অ্যাকাডেমি সিস্টেম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ের তারকা হয়েছেন। এই সম্পর্ক হঠাৎ ভেঙে যাওয়া সত্যিই চমকপ্রদ হবে। তবে আইপিএল তো চমকের মঞ্চই, এখানে এক মুহূর্তেই বদলে যেতে পারে চেনা চিত্র।

সর্বশেষে বলা যায়, যশস্বী জয়সওয়ালের পোস্ট যতটা আবেগঘন, ততটাই রহস্যময়। তিনি কেকেআরে যাচ্ছেন কি না, তা সময়ই বলবে। তবে এই পোস্ট ক্রিকেটপ্রেমীদের মনে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে। আগামী দিনে আইপিএল ট্রান্সফার উইন্ডো খুললে হয়তো সমস্ত জল্পনার অবসান ঘটবে। ততদিন অপেক্ষা করাই একমাত্র উপায়।