নিময়রক্ষার ম্যাচে বৈভবের হাফ সেঞ্চুরিতে চেন্নাইকে হারাল রাজস্থান

Rajasthan Royals beat CSK by 6 wickets in IPL 2025

আইপিএল ২০২৫ (IPL 2025), ৬২তম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস (CSK) এবং রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। যদিও এই ম্যাচটি প্লে-অফ দৌড়ে কোনো প্রভাব ফেলেনি, তবুও দুটি দল মর্যাদা রক্ষার লড়াইয়ে মাঠে নামে। শেষ পর্যন্ত, দুর্দান্ত পারফর্ম করে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় চেন্নাইয়ের কাছ থেকে।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ওভারেই ইউধবীর সিংহের হাতে পড়ে যায় দুই ওপেনার—ডেভন কনওয়ে এবং উর্বিল প্যাটেল। তবে তার পরে হাল ধরেন তরুণ ব্যাটার অয়ুষ মাত্রে এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। দুজনে মিলে গড়ে তোলেন অর্ধ-শতরানের জুটি। অয়ুষ মাত্রে খেলেন ৪৩ রানের ঝড়ো ইনিংস, আর অশ্বিন করেন ১৮ রান।

   

এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে চেন্নাই। রাবীন্দ্র জাদেজা মাত্র কয়েক বল খেলে বিদায় নেন। তখন মনে হচ্ছিল চেন্নাই বড় স্কোর করতে পারবে না। কিন্তু ব্রেভিস এবং শিভম দুবে পরিস্থিতি সামাল দিয়ে একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন। ব্রেভিস করেন ৪৩ রান, আর দুবে করেন ৩৯ রান। শেষদিকে রাজস্থান রয়্যালসের পেসাররা ভালো বোলিং করে চেন্নাইকে ২০ ওভারে ১৮৭/৯ রানে আটকে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস দুর্দান্ত শুরু করে। ইয়াশস্বী জয়সওয়াল মাত্র ১৯ বলে ৩৬ রান করে আক্রমণাত্মক সূচনা এনে দেন। যদিও তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি এবং আউট হন অনশুল কাম্বোজের বলে। এরপর আসে দিনের অন্যতম চমক—মাত্র ১৪ বছর বয়সী প্রতিভাবান ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর অসাধারণ ইনিংস।

সূর্যবংশী এবং অধিনায়ক সঞ্জু স্যামসন মিলে গড়ে তোলেন ৯৮ রানের এক দারুণ জুটি, যা রাজস্থানের জয়ের ভিত্তি গড়ে দেয়। সূর্যবংশী তাঁর আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন এবং সকলের নজর কেড়ে নেন। এরপর অশ্বিন একই ওভারে তুলে নেন সূর্যবংশী ও স্যামসনের উইকেট, তবে ম্যাচে ফেরা সম্ভব হয়নি চেন্নাইয়ের।

রিয়ান পরাগ মাত্র ৩ রানে ফিরে গেলেও ধ্রুব জুরেল ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ শেষ করে দেন। সহজেই লক্ষ্য অতিক্রম করে রাজস্থান রয়্যালস, ৬ উইকেট হাতে রেখেই জয় পায় তারা।

এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস মর্যাদা রক্ষা করলেও চেন্নাই সুপার কিংসের জন্য এটি ছিল একটি হতাশাজনক রাত। আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো তারা হয়তো লিগ টেবিলের তলানিতে থেকে আসর শেষ করতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleটাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল তালিকায় মুকেশ ও নীতা আম্বানি
Next articleজাতীয় দলের ম্যাচ সম্পর্কে কী বললেন বাগান অধিনায়ক?
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।