Sunday, December 7, 2025
HomeSports NewsVikram Rathour: দ্রাবিড়ের পর আরও একজনকে নিয়োগ করল রাজস্থান রয়্যালস

Vikram Rathour: দ্রাবিড়ের পর আরও একজনকে নিয়োগ করল রাজস্থান রয়্যালস

- Advertisement -

আইপিএল ২০২৫-এর (IPL 2024) আগে ফ্র্যাঞ্চাইজি তাদের দল ও কোচিং স্টাফ নিয়োগের কাজে ব্যস্ত। এমন পরিস্থিতিতে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) একটি বড় পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) তাদের প্রধান কোচ হিসাবে নিয়োগ করেছে। এবার রাজস্থানের কোচিং স্টাফে ঢুকে পড়লেন আরও একজন তারকা। ইনি আর কেউ নন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিক্রম রাঠোর (Vikram Rathour)।

রাজস্থান রয়্যালস তাদের ব্যাটিং কোচ হিসাবে বিক্রম রাঠোরকে নিয়োগ করেছে। ১৯৯৬ সালে ভারতের হয়ে ছয়টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছিলেন তিনি। রাঠোর ২০১৬ সালে সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সদস্যও ছিলেন।

   

কয়েক মাস আগে পর্যন্ত টিম ইন্ডিয়ার কোচিং স্টাফের অংশ ছিলেন বিক্রম রাঠোর। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে তৎকালীন হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর মেয়াদ শেষ হয়ে যায়। এবার আইপিএলে রাজস্থানের সঙ্গে যোগ দিতে চলেছেন।

দ্রাবিড় বলেছেন যে তাঁদের দু’জনের মধ্যে দৃঢ় সম্পর্ক তৈরি রয়েছে। তরুণ প্রতিভা লালন এবং খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর জন্য বিক্রমের দক্ষতা অমূল্য হবে। রাজস্থান রয়্যালসে একটি বিশ্বমানের দল তৈরি করার লক্ষ্য রাখবেন।

দলে যোগ দেওয়ার পরে বিক্রম রাঠোর জানিয়েছেন, রয়্যালস পরিবারের অংশ হতে পারা সৌভাগ্যের ব্যাপার। রাহুলের সঙ্গে ফের কাজ করতে পেরে উচ্ছ্বসিত তিনি। রয়্যালস এবং ভারতের জন্য শীর্ষ মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করার জন্য উন্মুখ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular