ধারাবাহিক ভালো খেলার পুরস্কার। দেশের নামকরা ক্লাবে ফের সুযোগ পেলেন রাজ বাস্ফোর (Raj basfore)। ইউনাইটেড স্পোর্টস থেকে লোনে তিনি যাচ্ছেন ইন্ডিয়ান অ্যারোজে।
ইউনাইটেড স্পোর্টসের যুব ফুটবল অ্যাকাডেমির ফসল এই রাজ বাস্ফোর। ইতিমধ্যে তিনি পড়েছেন ভারতের জাতীয় দলের জার্সি। অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ভারত জিতেছিল ৮-০ গোলে। রাজ ডিফেন্ডার। গোল দেওয়ার পাশাপাশি গোল হজম না করাও এক ইতিবাচক দিক ছিল সেদিনের টিম ইন্ডিয়ার খেলায়।
তৃণমূল স্তর বা গ্রাস রুট লেভেল থেকে উঠে আসা ফুটবলাররা অনেক সময় ফুটবল মাঠ থেকে হারিয়ে যান। অতীতে কলকাতার তিন প্রধানে একাধিক উঠতি খেলোয়াড় ছিলেন। আবির্ভাবে চমকে দিয়েছিলেন অনেকে। কিন্তু কালের নিয়মে তাঁরা আজ অস্তমিত প্রায়। মাত্র ১৯ বছর বয়সে রাজ জাতীয় দলের হয়ে খেললেন। তাঁর উত্থানের গল্প বহু ফুটবলারকে অনুপ্রাণিত করবে বলে আশা করছে ইউনাইটেড স্পোর্টস।
ইন্ডিয়ান অ্যারোজে রাজের লোন চুক্তি প্রসঙ্গে ক্লাবের বক্তব্য, “রাজ প্রথম থেকেই প্রতিভাবান ছিল এবং সঠিকভাবেই ও ক্রমশ উত্তরণের দিকে এগিয়ে চলেছে। আমরা ওর আগামী দিনে আরো আরো উন্নতি দেখতে চাই । আমাদের সমস্ত ইয়ুথ কোচ এবং সিনিয়র টিমের কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট সবার সাফল্য এটা..রাজ কে আরো ভালো খেলতে হবে।”