RCB vs KKR Clash: বিরতির পর আজ ফিরল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। অনেক অপেক্ষার পর মাঠে ফেরার দিন ছিল আজ। কিন্তু সেই প্রত্যাবর্তন স্বস্তি নিয়ে এল না। বরং একরাশ হতাশা আর অপ্রাপ্তির গল্প জুড়ে গেল আজকের দিনে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএলের প্লে-অফে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি দু-দলের জন্যই ছিল কার্যত নকআউট লড়াই। কিন্তু আবহাওয়ার খেলায় পণ্ড হয়ে গেল ম্যাচ।
বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াল না। খেলা শুরু হওয়ার আশায় বিকেল ৫.৩০ থেকে গ্যালারিতে অপেক্ষায় ছিলেন হাজার হাজার সমর্থক। বিশেষত আজকের ম্যাচের আলাদা গুরুত্ব ছিল আরসিবি সমর্থকদের কাছে—টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া কিংবদন্তি বিরাট কোহলির জন্য আয়োজিত হয়েছিল ‘বিরাট’ এক বিদায়ী সংবর্ধনা। কিন্তু সেই আয়োজনেও বাধা হয়ে দাঁড়াল প্রকৃতি।
কেকেআরের বিদায়
এদিনের ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প ছিল না কলকাতা নাইট রাইডার্সের সামনে। পয়েন্ট তালিকায় আজকের ম্যাচের আগে কেকেআরের ঝুলিতে ছিল ১১ পয়েন্ট। এই ম্যাচ জিতলে তারা পৌঁছাতে পারত ১৩ পয়েন্টে, যার কিছুটা সম্ভাবনা তৈরি করত প্লে-অফে যাওয়ার। কিন্তু ম্যাচ না হওয়ায় দুটি দলই একটি করে পয়েন্ট পেল। ফলে কেকেআরের পয়েন্ট দাঁড়াল ১২।
ইতিমধ্যেই চারটি দলের পয়েন্ট ১৪-র বেশি। ফলে আইপিএলের ২০২৫ সালের মরসুমে সরকারি ভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। স্বপ্নভঙ্গ হল শাহরুখ খানের দলের। এক মরসুম আগেই দুর্দান্ত পারফরম্যান্স করে খেতাব জিতেছিল কেকেআর। এবার বৃষ্টির কারণেই মাঠে না নেমেই বিদায় নিতে হল।
আরসিবির অপেক্ষা আরও দীর্ঘ
অন্যদিকে, এই ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু সেই সুযোগও হারাতে হল বৃষ্টির কারণে। এক পয়েন্ট পেয়ে এখন তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৭। তবে প্লে-অফ নিশ্চিত করতে এখনও অপেক্ষা করতে হবে। কাল আরসিবি সমর্থকরা তাকিয়ে থাকবে অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে।
বিরাটকে ঘিরে আবেগের মুহূর্ত
আজকের ম্যাচটি ঘিরে আরও একটি বিশেষ আবেগ কাজ করছিল—বেঙ্গালুরুতে বিরাট কোহলির প্রথম ম্যাচ, টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর। সেই উপলক্ষে আরসিবি সমর্থকদের মধ্যে ছিল চরম উন্মাদনা। গোটা স্টেডিয়াম জুড়ে লাল-কালো রঙের সমুদ্র। হাজার হাজার সমর্থক পরেছিলেন ‘KOHLI 18’ লেখা টেস্ট জার্সি। গ্যালারির জায়ান্ট স্ক্রিনে বিরাট কোহলির ঝলক দেখানো মাত্রই উল্লাসে ফেটে পড়েছিল গ্যালারি।
কিন্তু সেই উল্লাস বেশিক্ষণ টিকল না। শুরু থেকেই আকাশ ছিল কালো মেঘে ঢাকা। একবার একঝলক হালকা বৃষ্টি থেমে গেলেও, সন্ধ্যা ৬টার পর ফের বৃষ্টি শুরু হয়। শেষমেশ ম্যাচ রেফারিরা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। সমর্থকদের হতাশ করে স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে হয়।
শেষ সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা
আইপিএলের পয়েন্ট তালিকা এবার বেশ জটিল অবস্থায় পৌঁছেছে। একাধিক দলের পয়েন্ট কাছাকাছি। কেকেআর আজকের ম্যাচ হেরে (বা বলা ভালো, বৃষ্টির কারণে না খেলে) ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। তারা আর কোনও ম্যাচ খেলবে না। ফলে তাদের আর প্লে-অফে যাওয়ার রাস্তা নেই।
আরসিবি এখন ১৫ পয়েন্টে। প্লে-অফ নিশ্চিত করতে হলে অন্যান্য ম্যাচের ফল তাদের পক্ষে যেতে হবে।