ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ থেকে। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে। কিন্তু ম্যাচের আগে একটি দুঃসংবাদ সামনে এসেছে। সোমবার দলের একটি অনুশীলন সেশন বাতিল করা হয়। বৃষ্টির কারণে এই সেশন বাতিল হয়ে যায়। এখন বিপদ দেখা দিচ্ছে ম্যাচের প্রথম দিন থেকেই। বৃষ্টির কারণে ভেসে যেতে পারে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের খেলা।
অ্যাকুওয়েদারের পূর্বাভাসের অনুযায়ী মঙ্গলবার দিনের বেলা সেঞ্চুরিয়ানে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টিপাতের ৯২ শতাংশ সম্ভাবনা রয়েছে, যা চার ঘণ্টা অব্যাহত থাকতে পারে। অর্থাৎ দিনের বেলায় যদি এত বৃষ্টি হয়, তাহলে ম্যাচ যে বিঘ্নিত হবে তা নিশ্চিত। যদি টস না হয় এবং চার ঘণ্টা ধরে বৃষ্টি চলতে থাকে, তাহলে প্রথম দিন কখন খেলা শুরু হবে সেটা বলা মুশকিল।
Indian cricket team’s practice session at Centurion ahead of Boxing Day Test called off due to rain#SAvIND #IndianCricketTeam #INDvsSA pic.twitter.com/OxaW7xoKU2
— Cricket Clue (@cricketclue247) December 25, 2023
প্রথম দিন যেমন ছিল, দ্বিতীয় দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৭ ডিসেম্বর ম্যাচের দ্বিতীয় দিনে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিন আড়াই ঘণ্টা বৃষ্টি হতে পারে। এরপর ২৮ ডিসেম্বর তৃতীয় দিন আবহাওয়া উন্নত হওয়ার কথা থাকলেও চতুর্থ দিন ৪০ থেকে ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ ডিসেম্বর শেষ দিনে ৬৩ শতাংশ বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে বৃষ্টির কারণে এই ম্যাচটি অনেক সমস্যায় পড়তে পারে। এ কারণে সেঞ্চুরিয়ান টেস্টে ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচটি কেপটাউনে শুরু হবে ৩ জানুয়ারি থেকে। এই সিরিজের জন্য টিম ইন্ডিয়ায় ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অভিজ্ঞদের উপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ দখলের দিকে নজর রাখবে টিম ইন্ডিয়া।