বৃষ্টির ভ্রুকুটি রাওয়ালপিণ্ডিতে, ঘুরল না টসের কয়েন

বৃষ্টির কারণে পিছিয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা (Australia vs South Africa) ম্যাচ। হল না টসও। রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়াম (Rawalpindi Cricket Stadium)…

বৃষ্টির কারণে পিছিয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা (Australia vs South Africa) ম্যাচ। হল না টসও। রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়াম (Rawalpindi Cricket Stadium) বর্তমানে চাঁদোয়ায় ঢাকা। এই বৃষ্টি দুই দলের খেলা কতটা প্রভাবিত করতে পারে চোখ থাকবে সেই দিকে।

সাধারণত উজ্জ্বল আকাশ থাকলেও বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। বৃষ্টির জন্য অতিরিক্ত ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

kolkata24x7-sports-News

   

রাওয়ালপিণ্ডির পিচ ‘ব্যাটিং ফ্রেন্ডলি’ পিচ তাই যে দল টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেবে, বৃষ্টির পর সেই দল অগ্রাধিকার বেশি পাবে। পিচে আদ্রতা বেশি থাকায় বল ভালো সুইং করবে। এমত পরিস্থিতেতে স্মিথ-বাভুমা কি সিদ্ধান্ত নেন চোখ থাকবে সেই দিকে।