Rahul Raju: সুনীলের ক্লাবের ফরোয়ার্ড’কে দলে নিল আইলিগ চ‍্যাম্পিয়ন গোকুলাম কেরালা

Rahul Raju

গোকুলাম কেরালায় যোগ দিলেন রাহুল রাজু (Rahul Raju)। সূত্রের খবর অনুযায়ী তার চুক্তির অংকের পরিমাণ গোপন রাখা হয়েছে, আপাতত। লোনে এলেও পরে তাকে পাকাপোক্ত ভাবে নেওয়ার কথা উল্লেখ আছে সেই চুক্তিতে।

Advertisements

UKFC এর হয়ে খেলা শুরু করেছিলেন রাজু। পরে যান এসবি এফএ পোভার’এ।২০২১ সালে বেঙ্গালুরু এফসি’তে যোগদান করেছিলেন রাজু। বেঙ্গালুরু’র রিজার্ভ স্কোয়াডের দারুণ গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন তিনি। ২০২১-২২ মরশুমের আর এফ ডেভেলপমেন্ট লিগের টপ স্কোরার ছিলেন তিনি, করেছিলেন ৭ গোল।

পরবর্তী সময়ে রাজু বেঙ্গালুরুর হয়ে নেক্সট জেন কাপে খেলেন। সেখানে তার পারফরম্যান্স নজরে পরে গোকুলাম কেরালার স্কাউটদের।এরপর তাকে এই মরশুমের জন্যে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি।

Advertisements

মূলত সেন্টারফরোয়ার্ড হিসেবে খেলেন এই ফুটবলার। পাশাপাশি দ্বিতীয় স্ট্রাইকার এবং উইংগার পজিশনেও খেলতে পারেন তিনি। স্পিড এবং ড্রিবলিং স্কিল,দুটোই আলাদা মানের এই ফুটবলারের। যদিও বল পজিশনে নজর দিতে হবে তার,আইলিগের চ‍্যাম্পিয়ান ক্লাবের হয়ে নিজেকে কতোটা মেলে ধরতে পারেন রাজু,নজর থাকবে সেইদিকে।