এশিয়া কাপ (Asia Cup 2025) শুরুর দশ দিন আগেরাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) জীবন্ত কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পথ এবার আলাদা হল। আইপিএল ২০২৬ আগে ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ পদ থেকে সরে দাঁড়ালেন দ্রাবিড়। গত বছরের ৬ সেপ্টেম্বর বহু প্রত্যাশার মধ্য দিয়ে রয়্যালসের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। কিন্তু মাত্র এক মরসুমের পরেই তাঁর এই অধ্যায়ের ইতি ঘটল।
২০১১ থেকে ২০১৫ রয়্যালসের সঙ্গে তাঁর প্রথম যাত্রা ছিল সফল ও স্মরণীয়। সে সময় তিনি খেলোয়াড়, অধিনায়ক হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবার ফিরে এসেছিলেন আরও পরিণত এক কোচ হিসেবে, যিনি ভারতকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন। কিন্তু তাঁর দ্বিতীয় ইনিংসটা যতটা প্রত্যাশাময় ছিল, ফলাফল তার উলটোই হয়েছে।
২০২৫ আইপিএলে রাজস্থান রয়্যালসের জন্য এক কথায় হতাশাজনক। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টি জয়, আর পয়েন্ট টেবিলের নবম স্থানে অভিযান শেষ করে। গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ হেরে যাওয়া, শেষ ওভারে ম্যাচ ফসকে যাওয়া এবং চোটে জর্জর প্রথম একাদশ। সব মিলিয়ে এক দুর্ভাগ্যজনক মরসুম ছিল রাজস্থানের জন্য। দ্রাবিড় নিজেও সিজনের অধিকাংশ সময় হুইলচেয়ারে বসেই পার করেছেন, বেঙ্গালুরুর এক ক্লাব ম্যাচে পায়ে চোট পেয়ে।
দ্রাবিড়ের নেতৃত্বগুণ ও ড্রেসিংরুমে তাঁর প্রভাব অস্বীকার করার উপায় নেই। দলীয় সংস্কৃতি গঠনে, তরুণ খেলোয়াড়দের গড়ে তুলতে তাঁর অবদান সর্বজনবিদিত। রাজস্থান রয়্যালসের বিবৃতিতে বলা হয়েছে, “রাহুল দলের সংস্কৃতিতে যে মূল্যবোধ প্রতিষ্ঠা করেছেন, তা দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের প্রভাবিত করবে।”
তবে শুধুমাত্র এক মরসুমের পারফরম্যান্সই কি এই বিচ্ছেদের কারণ? দলের বিবৃতিতে জানা যায়, সাম্প্রতিক এক “স্ট্রাকচারাল রিভিউ” পরে দ্রাবিড়কে একটি বৃহত্তর ভূমিকা অফার করা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। ফলে বোঝা যাচ্ছে, হয়ত ভবিষ্যতের পরিকল্পনা ও কোচিং দৃষ্টিভঙ্গিতে মতবিরোধ তৈরি হয়েছিল।
দলের এখন বড় প্রশ্ন, কে হবেন পরবর্তী কোচ? আবার কুমার সাঙ্গাকারা দায়িত্ব নিতে পারেন, যিনি দ্রাবিড় আসার সময় ডিরেক্টর অব ক্রিকেট পদে উন্নীত হয়েছিলেন। নতুবা নতুন কোনো মুখ দেখা যেতে পারে, যারা দলকে নতুন উদ্দীপনায় এগিয়ে নিতে পারবেন।
দ্রাবিড়ের সময়ে যে কয়েকজন খেলোয়াড়কে সামনে রাখা হয়েছিল, তাদের মধ্যে রয়েছেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ। এদের ঘিরেই আগামী তিন বছরের পরিকল্পনা সাজাচ্ছিল দল। কোচ হিসেবে না থাকলেও এই পরিকল্পনার বীজ যে দ্রাবিড়ই বপন করে গেছেন, তা বলাই যায়।
রাজস্থান রয়্যালস ছেড়ে দিলেও রাহুল দ্রাবিড়ের কোচিং অধ্যায় যে এখানেই শেষ, তা বলা যায় না। ভারতীয় ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানের প্রয়োজন সব সময়ই থাকবে। হয়ত সামনে তাঁকে দেখা যাবে আরও বড় কোনও ভূমিকায়, কিংবা আন্তর্জাতিক কোনও দলের পরামর্শদাতা হিসেবে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
