নাইটদের টার্গেটে ‘দ্য ওয়াল’? ক্রিকেটমহলে জল্পনার ঝড়

ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’কে (Rahul Dravid) এবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) ডাগআউটে দেখা যেতে পারে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) ২০২৬ মরসুমকে সামনে রেখে নাইট…

Rahul Dravid like to KKR coach possibility for IPL 2026 after Rajasthan Royals exit

ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’কে (Rahul Dravid) এবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) ডাগআউটে দেখা যেতে পারে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) ২০২৬ মরসুমকে সামনে রেখে নাইট শিবিরে এক অভাবনীয় চমক আসতে চলেছে, এমনটাই জোর জল্পনা চলছে ক্রিকেট মহলে।

সম্প্রতি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। যদিও ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য এক উচ্চপদস্থ ভূমিকার প্রস্তাব রেখেছিল, কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না করেই বিদায় নেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন, এবং সেই গুঞ্জনের কেন্দ্রে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্সের নাম।

   

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হেড কোচ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন দ্রাবিড়। তারপর রাজস্থান রয়্যালস তাঁকে দীর্ঘমেয়াদী চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ করে। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হল না। রিপোর্ট অনুযায়ী, জুলাই মাস থেকেই রয়্যালস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্রাবিড়ের আলোচনা চলছিল। লন্ডনে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। যদিও রয়্যালস মালিক মনোজ বদালে তাঁকে অন্য এক প্রশাসনিক ভূমিকায় দেখতে চেয়েছিলেন, তাতে সাড়া দেননি দ্রাবিড়।

এই প্রেক্ষিতেই নতুন করে আলোচনায় কেকেআর। দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন এই ফ্র্যাঞ্চাইজি সাম্প্রতিক সময়ে কোচিং স্টাফে আমূল পরিবর্তনের কথা ভাবছে। কারণ একমাস আগেই তারা বিদায় জানিয়েছিল কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে। জানা গিয়েছে , কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর বর্তমানে ক্যারিবিয়ানে রয়েছেন CPL-এর কাজে। তিনি দেশে ফিরলেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে।

Advertisements

তবে বড় প্রশ্ন হচ্ছে, রাহুল দ্রাবিড় আদৌ রাজি হবেন কিনা? অনেকে মনে করছেন, দীর্ঘ সময় ধরে জাতীয় দল এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জড়িত থাকার পর তিনি হয়তো কিছু সময়ের জন্য বিরতি নিতে চাইবেন। পরিবারকে সময় দেওয়া, ক্রিকেট থেকে সাময়িক অবসর নেওয়ার ইচ্ছা, এই সমস্ত কারণেই হয়তো কেকেআরের প্রস্তাবে সাড়া নাও দিতে পারেন তিনি।

Rahul Dravid like to KKR coach possibility for IPL 2026 after Rajasthan Royals exit