ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি ৩ জানুয়ারি কেপটাউনে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ভারতকে ৩২ রানে পরাজিত হতে হয়েছিল। দ্বিতীয় টেস্টের আগে অনুশীলন সেশনে সব ভারতীয় খেলোয়াড়ই প্রচুর ঘাম ঝরিয়েছিলেন। এদিকে কোচ রাহুল দ্রাবিড় বিশেষ নজর রেখে এই দুই খেলোয়াড়কে বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন বলে জানা যাচ্ছে। দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে এটা বেশ উল্লেখ্যযোগ্য বলে অনেকে মনে করছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে দীর্ঘদিন ধরে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট হারের পর এবারও সুযোগ নেই ভারতের। বুধবার শেষ ম্যাচ জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারতীয় দল।
সে জন্য অনুশীলন সেশনে প্রধান কোচ রাহুল দ্রাবিড় খেলোয়াড়দের বিশেষ প্রশিক্ষণ দেন এবং বিশেষ করে খেলোয়াড়দের সঙ্গে মত বিনিময় করেন। যেখানে স্পষ্ট দেখা যায় যে দ্রাবিড় ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণকে কিছু পরামর্শ দিচ্ছেন। কারণ প্রথম টেস্টে এই দুই খেলোয়াড়ই নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেননি।
সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত প্রথম টেস্টে টিম ইন্ডিয়া খুব ভালো মানের ক্রিকেট খেলতে পারেনি। এক ইনিংস ও ৩২ রানে দল হেরেছিল। যার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়ে টিম ইন্ডিয়া। তবে এবার আর বড় ভুল করতে চাইবেন না ভারতীয় ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক বোলিংয়ের সামনে রোহিত-বিরাট সহ অন্যান্য খেলোয়াড়দের কঠোর পরীক্ষা দিতে হবে।
#TeamIndia are back in the nets and prepping 🆙 for the 2nd Test in Cape Town👌👌#SAvIND pic.twitter.com/zcY5J0FafW
— BCCI (@BCCI) December 31, 2023
এটা বলাই যে যে আফ্রিকা দ্বিতীয় টেস্ট সহজে জিততে দেবে না। প্রথম ম্যাচে বাউন্সি পিচে রান তুলতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। এ কারণেই তৃতীয় দিনে ইনিংস ব্যবধানে বিব্রতকর পরাজয়ের মুখে পড়তে হয়েছে ভারতকে।