বিশ্বকাপ এখন অতীত ! সেঞ্চুরি করে আফ্রিকাকে যোগ্য জবাব আফগান ব্যাটারের

টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল হারের যন্ত্রনা এখন অতীত। চলতি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে রাহমানুল্লাহ গুরবাজের ব্যাট যেন সেকথাই বলছে। শারজায় অনুষ্ঠিত তিন ওডিআই সিরিজের প্রথমটিতে…

Rahmanullah Gurbaz Smashes Century in Second ODI of AFG vs SA Series 2024

টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল হারের যন্ত্রনা এখন অতীত। চলতি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে রাহমানুল্লাহ গুরবাজের ব্যাট যেন সেকথাই বলছে। শারজায় অনুষ্ঠিত তিন ওডিআই সিরিজের প্রথমটিতে ‘নিষ্প্রভ’ থাকলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে যেন জ্বলে উঠলেন রাহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। আজ শারজায় ব্যাট করতে নেমে একদিনের ক্রিকেটে নিজের সপ্তম শতরান পূরণ করলেন তিনি। এই চোখধাঁধানো ১০৫ রানের ইনিংস খেলার পাশাপাশি প্রথম আফগানিস্তান ব্যাটার হিসেবে রেকর্ডবুকেও নাম তুললেন তিনি।

সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দলকে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। তবে আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছে রেকর্ডের খাতায় নাম তুললেও , দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ব্যবধানে পরাজিত হয়। আর দলের এই পরাজয়ে ব্যাট হাতে সাফল্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রাহমানুল্লাহ গুরবাজ। গোটা বিশ্বকাপে সর্বাধিক রান করলেও , সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুন্য রানে আউট হন তিনি। তবে আজ শারজায় খেলতে নেমে ব্যাট হাতে একপ্রকার ঝড়ের গতিতে আফ্রিকান বোলারদের পেটাই করলেন এই উইকেটকিপার ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলতে নেমে মাত্র ১১০ বলে ১০৫ রান করেন এই ডান হাতি ব্যাটার। এদিন ওপেন করতে নেমে শুরু থেকেই আফ্রিকান বোলারদের ওপর চেপে বসেন গুরবাজ ; পুরো ইনিংস জুড়েই বিদ্ধংসী ব্যাটিং করতে দেখা যায় তাঁকে। তবে গুরবাজের পাশাপাশি এদিন ব্যাট করতে নেমে সফল হয়েছেন রহমত শাহ (৫০), আজমাতুল্লাহ ওমারজাই (৫০*)। শারজায় আজ সেঞ্চুরি করার পাশাপাশি গুরবাজ নিজের ইনিংস সাজান ১০টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাইন্ডারি দিয়ে।

   

আইপিএলে কলকাতা দলের হয়ে খেলার সময়ই নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরেন এই তরুণ আফগান ব্যাটার। বিগত আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করতেও বড় ভূমিকা পালন করেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। তারপর টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বেশ কিছু চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। এছাড়াও ভারতের ‘হিটম্যান’ রোহিত শর্মাকে ছাড়িয়ে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রাহকও হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির অন্ধভক্ত গুরবাজ। তবে আজ যেভাবে খেলছিলেন তাতে ৩৪.৪ ওভারে আফ্রিকান পেসার নান্দ্রে বার্গারের বলে আউট না হলে হয়তো ডবল সেঞ্চুরি করতে পারতেন। গুরবাজ এদিন সফল হলেও ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন মহম্মদ নবি (১৩)।

১২০০০ রান করেও ব্যর্থ বিরাট, নিজেকে প্রমান করতে মরিয়া চেষ্টা গিলের

প্রসঙ্গত সেঞ্চুরি করার পাশাপাশি এদিন রেকর্ডের খাতায় নাম লেখালেন গুরবাজ (Rahmanullah Gurbaz)। একদিনের ক্রিকেটে প্রথম আফগানিস্তানি খেলোয়াড় হিসেবে শতরান এল তাঁর ব্যাট থেকে। এছাড়াও আফগান ব্যাটারদের মধ্যে একদিনের ক্রিকেটে সবথেকে বেশি শতরান এখন তাঁর দখলে। আজ প্রথমে ব্যাট করতে নেমে গুরবাজের সৌজন্যেই ২০০ রানের গন্ডি টপকায় আফগানিস্তান। এই মুহূর্তে ৪৮.৩ ওভারে ৪ উইকেট খুইয়ে ২৯০ রান করেছে আফগানিস্তান। ওমারজাই অপরাজিত আছেন ৭৩ রানে এবং রশিদ খান অপরাজিত আছেন ৪ রানে।