দল বদলের (Transfer Rumours) কাজ শুরু হয়ে গিয়েছে কম বেশি সব ক্লাবেই। ইন্ডিয়ান সুপার লিগের বেশ কিছু দল তাদের আক্রমণভাগকে গুছিয়ে নিতে চাইছে নতুন করে। বেঞ্চের কথা মাথায় রেখে বিদেশি স্ট্রাইকারদের পাশাপাশি ভারতীয় স্ট্রাইকারদের নিয়ে জল্পনা শুরু হয়েছে।
ইছাপুরের তরুণ স্ট্রাইকারকে (Rahim Ali) দলে নেওয়ার জন্য একাধিক ক্লাব ইচ্ছুক বলে শোনা যাচ্ছে। চেন্নাইয়িন এফসির সঙ্গে শেষ হয়েছে চুক্তি। সেহেতু রহিম আগামী দিনে কোন ক্লাবে যোগ দেন এখন সে দিকে তাকিয়ে রয়েছেন ফুটবল প্রেমীদের একাংশ।
Mohammedan SC: আই লিগে গোলের বন্যা বইয়ে দেওয়া স্ট্রাইকার মহামেডানে!
চেন্নাইয়িন এফসির হয়ে ইন্ডিয়ান সুপার লিগে পঞ্চাশের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে রহিম আলির। তবে পারফরম্যান্স দারুন কিছু নয়। পঞ্চাশের বেশি ম্যাচ খেলে গোল করেছেন নামমাত্র। ২০১৯ সাল থেকে দক্ষিণ ভারতীয় এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সব মিলিয়ে চেন্নাইয়িন এফসির হয়ে চার মরসুম খেলেছেন বাংলার এই ফুটবলার।
Joselu Real Madrid: রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোল কেন অফসাইড নয়? কী বলছে নিয়ম
আগামী মরসুমে রহিম আলি নতুন ক্লাবে যোগ দিতে পারেন কি না সে ব্যাপারে জল্পনা রয়েছে। নতুন ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চেন্নাইয়িন এফসিও রহিমকে বিদায় জানাতে ইচ্ছুক কি না সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে। পুরোনো ক্লাবের সঙ্গে নতুন চুক্তির কথাও তিনি ভেবে দেখতে পারেন।