উদীয়মান এক বাঙালি ফরোয়ার্ড যোগ দিতে পারে ইমামি-ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবে। রবিবার সকাল থেকে রহিমা আলিকে (Rahim Ali) নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। সমর্থকদের মধ্যে জল্পনা, লাল-হলুদ তাঁবুতে প্রবেশ করতে পারেন এই বাঙালি ফুটবলার।
কম বয়সেই নিজের জাত চিনিয়েছেন রহিম আলি। ইতিমধ্যে জাতীয় দলের সিনিয়র পর্যায়ে কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর হয়েছে। ক্লাব ফুটবলেও খেলেছেন বেশ কিছু ম্যাচ। সব মিলিয়ে আগামী দিনের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেছেন রহিম আলি।
রহিম ব্যারাকপুরের ছেলে। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ-এর এলিট অ্যাকাডেমির ছাত্র। ২০১৭ সালে অনুর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপের সময় প্রচারের আলোয় উঠে এসেছিল তাঁর নাম। সেই থেকে শুরু হয়েছে তাঁর যাত্রা। যুব কেরিয়ারের শুরুতে ছিলেন মোহনবাগান অ্যাকাডেমিতে।
২০১৭-১৯ মরসুমে ছিলেন ইন্ডিয়ান অ্যারোজে। সেখানেই বেশ কিছু ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। প্রায় তিরিশটি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন গোল। এরপর তাঁকে দলে নিয়েছিল ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাইয়িন ফুটবল ক্লাব। সেই থেকে তিনি রয়েছেন দক্ষিণ ভারতের এই দলে। প্রচুর ম্যাচ খেলেছেন। সেই সঙ্গে করেছেন গোল।
ময়দানের অনেকে মনে করছেন, চেন্নাইয়িন ফুটবল ক্লাব থেকে ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন রহিম আলি। সব কিছু ঠিক থাকলে দ্রুত হতে পারে সই। যদিও বিষয়টি এখনও সম্ভাবনার পর্যায়ে রয়েছে। সেই সঙ্গে গোলের সামনে তাঁকে হতে হবে আরও আগ্রাসী। মোট খেলা ম্যাচের তুলনায় গোল করার হার খুব একটা বেশি নয়। আগামী দিনে গোলের সামনে তিনি কেমন খেলেন, সেদিকেও ফুটবল প্রেমীদের নজর থাকবে।