রাজস্থান ম্যাচের পূর্বে বড় ধাক্কা মুম্বই শিবিরে! মাঠের বাইরে ‘চায়নাম্যান স্পিনার’

আইপিএল ২০২৫ (IPL 2025) মরশুমে দুর্দান্ত ছন্দে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) শিবিরে এল এক দুঃসংবাদ। ১ মে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের…

Raghu Sharma replaces Vignesh Puthur at Mumbai Indians for the rest of IPL 2025 ahead of Rajasthan Royals match

আইপিএল ২০২৫ (IPL 2025) মরশুমে দুর্দান্ত ছন্দে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) শিবিরে এল এক দুঃসংবাদ। ১ মে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগেই চোটের কারণে পুরো মরসুম থেকেই ছিটকে গেলেন দলের উদীয়মান ‘চায়নাম্যান স্পিনার’ ভিগ্নেশ পুথুর (Vignesh Puthur)। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিষেক ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করা এই তরুণ বোলার এবার আইপিএলে আর মাঠে নামতে পারবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে।

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, পুথুরের দুই পায়ের শিন বোনে স্ট্রেস রিয়্যাকশনের লক্ষণ পাওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। ফলত, তাঁকে সারা মরসুমের জন্যই বাইরে থাকতে হচ্ছে। তবে দলের সঙ্গেই থাকবেন তিনি এবং রিহ্যাবের সময় মুম্বইয়ের মেডিকেল ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং টিমের তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

   

২১ বছর বয়সি ভিগ্নেশ এবারের আইপিএলে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। প্রথম পাঁচটি ম্যাচেই সুযোগ পেয়ে ৬টি উইকেট তুলে নিয়েছেন মাত্র ১৮.১৭ গড়ে। ইকোনমি রেট ছিল ৯, যা পাওয়ারপ্লে ও মিডল ওভারে একজন স্পিনারের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে ধরা হয়। বিশেষ করে তাঁর অভিষেক ম্যাচেই ধোনির মতন অভিজ্ঞ ব্যাটারকে সমস্যায় ফেলে উইকেট তুলে নেওয়ায় আলোচনায় উঠে আসেন তিনি।

তবে পুথুরের ছিটকে যাওয়া মুম্বইয়ের জন্য কৌশলগত ভাবে বড় ধাক্কা। একটি সেট বোলিং কম্বিনেশন ভেঙে ফেলতে হচ্ছে হার্দিক পান্ডিয়ার দলকে। তবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি দলে অন্তর্ভুক্ত করেছে আনক্যাপড লেগস্পিনার রঘু শর্মাকে।

৩২ বছর বয়সি রঘু মূলত মুম্বইয়ের নেট বোলার ছিলেন। ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাব ও পুদুচেরির হয়ে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৫৭ উইকেট, গড় মাত্র ১৯.৫৯। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪টি এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৩টি উইকেট পেয়েছেন। এবার প্রথমবারের মতো আইপিএলের মূল দলে সুযোগ পেয়ে ইতিহাস গড়ার লক্ষ্যে তিনি তৈরি।

এদিকে বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচে সব নজর থাকবে রাজস্থানের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর দিকে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করে গোটা ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন তিনি। রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “বৈভবের পারফরম্যান্স নিয়ে চর্চা হবেই, সেটা আটকানো যাবে না। এই অভিজ্ঞতা ওর কাছে চ্যালেঞ্জিং, কিন্তু উপভোগ্যও।”

যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে ফের দেখা যাবে বৈভবকে। মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের এই বিধ্বংসী জুটি বড় মাথাব্যথা হয়ে উঠতে পারে হার্দিকদের জন্য। তবে গত পাঁচ ম্যাচে জয় এনে মুম্বই এখন দুরন্ত ছন্দে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে তারা। এবার রাজস্থানের বিরুদ্ধে জিতলে জয়-হ্যাটট্রিকের পর ডবল হ্যাটট্রিকের পথে হাঁটতে চলেছে মুম্বই।

দলের অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট বৈভবকে নিয়ে সতর্ক। তিনি বলেন, “চোদ্দ বছরের বৈভবের বিরুদ্ধে বল করতে হলে পরিকল্পনা বদলাতে হবে। এমন ইনিংস খুব কমই দেখা যায়। ও ভয়ডরহীন ক্রিকেট খেলে।”

সব মিলিয়ে রাজস্থান বনাম মুম্বই ম্যাচে দুই তরুণ প্রতিভা বনাম অভিজ্ঞতার দ্বন্দ্ব দেখা যাবে। তবে ভিগ্নেশের অনুপস্থিতিতে নতুন স্পিনার রঘুর দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। এই পরিস্থিতিতে মাঠে নেমে কে কাকে টেক্কা দেয়, এখন সেটাই দেখার।