৩৭ বছর বয়সী রাফায়েল নাদাল (Rafael Nadal) জানুয়ারির পর প্রথম টুর্নামেন্টে খেলতে নেমে ৬২তম স্থানে থাকা ফ্লাভিও কোবলিকে হারিয়েছেন। ২০২২ সালের ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম ক্লে কোর্টে অংশ নিয়েছিলেন নাদাল। ফ্লাভিও কোবলিকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা।
অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার আগে ব্রিসবেন ইন্টারন্যাশনালের কোয়ার্টার ফাইনালই ছিল নাদালের শেষ এটিপি ট্যুর ম্যাচ। গত সপ্তাহের মন্টে কার্লো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। কারণ হিসেবে জানিয়েছিলেন, ‘তাঁর শরীর এখনও প্রতিযোগিতার জন্য প্রস্তুত নয়।’
বার্সেলোনা ওপেনে জয়ের প্রত্যাবর্তন করতে পেরে তিনি আনন্দিত। নিজের কেরিয়ারে একাধিকবার চোটের কবলে পড়তে হয়েছে নাদালকে। চোট প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি আমার কেরিয়ারে একাধিকবার চোটের কবলে পড়েছি ও ফিরেও এসেছে। প্রতিবার এটা আরও কঠিন হয়। বিশেষত বয়স একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।’
Back like he never left 🙌🇪🇸
Nadal defeats Cobolli 6-2 6-3 in his first match back on clay since Roland-Garros 2022.#BCNOpenBS pic.twitter.com/QK7xK6DZzH
— Roland-Garros (@rolandgarros) April 16, 2024
“আমি কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু যখন আমি কয়েক দিনের জন্য টুর্নামেন্টের মধ্যে থাকতে পারছি, ছেলেদের সঙ্গে অনুশীলন করতে পারছি, কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি, তখন এটা আমার কাছে অনেক কিছু। খেলাটাকে আমি এখনও উপভোগ করি।’
রাফায়েল নাদাল ফরাসি ওপেনে খেলতে আগ্রহী। ফ্রেঞ্চ ওপেনে তিনি রেকর্ড ১৪টি শিরোপা জিতেছেন। ওপেনের মূল ড্র শুরু হবে ২৬ মে। আপাতত বার্সেলোনায় চতুর্থ বাছাই অ্যালেক্স ডি মিনাউরের মুখোমুখি হতে হবে তাঁকে।