R Lalthanmawia: কেরালা প্রসঙ্গে এবার কী বললেন লালথানমাওইয়া?

কিছুদিন আগেই লালথানমাওইয়াকে (R Lalthanmawia) দলে সাইন করিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। শেষ ফুটবল সিজনে আইজল এফসির জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই মিজো ফুটবলারকে। সেখানে…

R Lalthanmawia

কিছুদিন আগেই লালথানমাওইয়াকে (R Lalthanmawia) দলে সাইন করিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। শেষ ফুটবল সিজনে আইজল এফসির জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই মিজো ফুটবলারকে। সেখানে দুইটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট থেকেছে আপফ্রন্টের এই ফুটবলারের।

তবে গত মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল আইলিগের এই ফুটবল ক্লাবের। সেই সুযোগ কাজে লাগিয়েই এই তরুণ ফুটবলারকে চূড়ান্ত করতে মরিয়া ছিল কেরালা ব্লাস্টার্স। সেইমতো পরবর্তীতে পাঠানো হয় চুক্তিপত্র। আসন্ন তিনটি ফুটবল মরশুমে দক্ষিণের এই ফুটবল ক্লাবের হয়েই খেলতে দেখা যাবে তাকে।

   

তরুণ ফুটবলারের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে মিকেল স্ট্যাহরের ফুটবল ক্লাবকে। এবার এই দলের প্রসঙ্গে মুখ খুললেন লালথানমাওইয়া। তিনি বলেন, কেরালা ব্লাস্টার্স এফসির মত একটি বড় ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট খুশি। এটি আমার জন্য একটি বিরাট সুযোগ। নতুন ফুটবল সিজনে আমার ওপর ভরসা রাখার জন্য এই ক্লাবের ম্যানেজমেন্টের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ। আমি আগত সিজনে দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য সব রকম চেষ্টা করব। এছাড়াও এই ফুটবলার প্রসঙ্গে যথেষ্ট প্রশংসা করেন করোলিস স্কিনকিস।

তিনি বলেন, লালথানমাওইয়া যথেষ্ট প্রতিভাবান ফুটবলার। সে স্কোয়াডে থাকলে দলের আক্রমণভাগ আরো অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে। আইলিগের পর নতুন মরশুমে ও তার থেকে সকলের আশা থাকবে।