East Bengal FC: চিন্তা বাড়াচ্ছে লাল-হলুদের ৫ ফুটবলার

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ দুরন্ত ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। জিতেছে ডার্বি। আপাতত দলের ফর্ম নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা খুব একটা চিন্তিত নন। চিন্তা…

bino george

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ দুরন্ত ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। জিতেছে ডার্বি। আপাতত দলের ফর্ম নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা খুব একটা চিন্তিত নন। চিন্তা বাড়াচ্ছে অন্য একটা বিষয়। রেলের বিরুদ্ধে ম্যাচের আগে দলের পাঁচ ফুটবলারকে নিয়ে রয়েছে জল্পনা। 

Cleiton Silva: দিমি-ডেভিড থাকলেও ক্লেইটন দেবেন নিজের সেরাটা

   

চলতি সিএফএল-এ ইস্টবেঙ্গলের অপরাজিত থাকার ধারা যখন বজায় রয়েছে, তখনই চোট সংবাদ। একজন দু’জন নয়, স্কোয়াডের পাঁচ ফুটবলারের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। নসীব রহমান, মহম্মদ রোশাল, হীরা মণ্ডলরা ফিজিওর পর্যবেক্ষণে রয়েছেন বলে আগেই জানা গিয়েছিল। পিভি বিষ্ণু ছিলেন না অনুশীলনে। বিশ্রাম দেওয়া হয়েছিল সায়ন ব্যানার্জীকে। কলকাতা ফুটবল লিগের আগের ম্যাচে লাল হলুদ জার্সিতে ছিলেন না নসীব রহমান, মহম্মদ রোশাল। 

রেলওয়ে এফসি ভাল খেলছে। তাদের বিরুদ্ধে সহজ হবে না ইস্টবেঙ্গলের ম্যাচ। রেলকে বেলাইন করে পয়েন্ট লিস্টের শীর্ষে পৌঁছে যাওয়ার হাতছানি রয়েছে লাল হলুদ স্কোয়াডের সামনে। রেলওয়ে এফসিও কিছু ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করেছে। দলে রয়েছে সিনিয়র জুনিয়র মিশেল। ইস্টবেঙ্গলের যে ফুটবলারদের চোট বা ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে তাঁরা প্রত্যেকেই প্রথম একাদশে থাকার দাবিদার। তবে তাঁদের পরিবর্তন ফুটবলার বেঞ্চে রয়েছে। কিন্তু সবার পরিবর্ত কি দলে রয়েছে?

Mohun Bagan: বাঙালি কোচের কাছেই জব্দ সুপার জায়ান্ট

রেলের বিরুদ্ধে দল সাজাতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন কোচ ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। বুধবারের ম্যাচের পরই নেক্সট জেন কাপ খেলতে লন্ডন যাবে ইস্টবেঙ্গল।