কোত্থেকে এসেছে কে জানে! একটা লোমশ তুলতুলে বিড়াল ম্যাও ডেকে লাফাল ব্রাজিলের উপর! সে এক কাণ্ড। বিশ্বকাপের (Qatar WC ) কোয়ার্টার ফাইনালের আগে এমন বিড়াল আগমণে হতবাক ব্রাজিল শিবির।
ব্রাজিলের সংবাদ সম্মেলনে যেমন হুট করেই ঢুকে পড়ে বিড়ালছানা। লাফ দিয়ে উঠে বসে সাংবাদিক সম্মেলনের টেবিলে। সেই সময় হাজির ছিলেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। পাশে ছিলেন ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তা।
জুনিয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এমন সময় বিড়ালটি ঢুকে পড়ে। সাংবাদিক সম্মেলনের টেবিলে বিড়ালছানা দেখে শুরু হয় হাসাহাসি। এমন কাণ্ডে জুনিয়র অবাক হন। হেসে উঠেন সবাই!
এর পরেই বিতর্ক। জুনিয়রের পাশে বসা ব্রাজিল কর্তা নিষ্ঠুরভাবে বিড়াল ছানাটিকে ধরে ছুঁড়ে ফেলেন মাটিতে। অবলা প্রাণীটির প্রতি এমন নির্দয় আচরণ ভালো লাগেনি কারোর। বিতর্ক বাড়ছে।