Qatar WC: বহু দেশ ঘুরে বাংলাদেশে…কাতার বিশ্বকাপ ট্রফি দেখে উন্মাদনা শুরু

আসন্ন কাতার বিশ্বকাপ (Qatar WC) ফুটবলের ট্রফি প্রদর্শিত হলো বাংলাদেশে। বহু দেশ ঘুরিয়ে এই ট্রফি বাংলাদেশের রাজধানী ঢাকায় আনা হয়েছে। কাতার বিশ্বকাপকে সামনে রেখে মোট…

আসন্ন কাতার বিশ্বকাপ (Qatar WC) ফুটবলের ট্রফি প্রদর্শিত হলো বাংলাদেশে। বহু দেশ ঘুরিয়ে এই ট্রফি বাংলাদেশের রাজধানী ঢাকায় আনা হয়েছে। কাতার বিশ্বকাপকে সামনে রেখে মোট ৫১টি দেশে ট্রফি ট্যুরের আয়োজন করেছে ফিফা। সেই সূত্রে বাংলাদেশে এসে পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। আগামী ৩৬ ঘণ্টা  ট্রফিটি বাংলাদেশ মাতিয়ে রাখবে বলে আশা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা।

   

ফুটবলের প্রবল উন্মাদনা বাংলাদেশে। তবে বাংলাদেশের ফুটবল পারফরম্যান্স আগে এশিয়ায় উল্লেখযোগ্য থাকলেও এখন তেমন নেই। প্রতি বিশ্বকাপের সময় বাংলাদেশবাসী মূলত আর্জেন্টিনা ও ব্রাজিল শিবিরে ভাগ হয়ে যান। তৃতীয়পক্ষ থাকে জার্মানি।

ফিফা জানিয়েছে, পাকিস্তান থেকে চাটার্ড ফ্লাইটে বিশ্বকাপ ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ফিফা জানাচ্ছে, এই ট্রফির সঙ্গে এসেছেন ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা ফুটবলার ক্রিস্তিয়ান কারেম্বু।

৬.১ কেজি ওজনের সোনালি রঙের বিশ্বকাপ ট্রফি গ্রহণ করেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ও বিশ্বকাপের স্পন্সর কোকাকোলা কর্মকর্তারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানাচ্ছে, প্রথম দিন আজ ট্রফিটি যাবে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে। সেখানে থেকেগণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে নেওয়া হবে। দ্বিতীয় দিন হোটেল র‍্যাডিসন ব্লুতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। তবে এই সুযোগ কেবল কোকাকোলার আমন্ত্রিত অতিথিদের জন্য।