Qatar WC: গলগলিয়ে বেরোচ্ছে রক্ত, আর্জেন্টিনাকে হারানোর খেলায় মারাত্নক জখম আরবের Shahrani

আর্জেন্টিনাকে (Argentina) হারিয়ে বিশ্বকাপ (Qatar WC) ফুটবলে ঐতিহাসিক জয়ের পরও সৌদি আরব (Saudi Arabia) শিবিরে প্রবল উদ্বেগ। দলের অন্যতম ডিফেন্ডার ইয়াসের আল শাহরানি (Yasser Al Shahrani) মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম।

Qatar Tribune জানাচ্ছে, ম্যাচে ২-১ গোলে জয়ী হওয়ার আনন্দের মাঝে সৌদি আরবের আনন্দ কমে এসেছে। কারণ শাহরানির মাথায় আঘাত গুরুতর। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisements

Arab News জানাচ্ছে, ঐতিহাসিক জয়ের পর দেশজড়ে ছড়িয়েছে আনন্দ। তবে এর মাঝে কাতার থেকে এসেছে জাতীয় দলের ডিফেন্ডার ইয়াসের আল শাহরানির গুরুতর চোট সংবাদ। তার অপারেশন হবে।

Al Jazeera জানাচ্ছে, মাঠেই জখম সৌদি ডিফেন্ডার শাহরানির নাক মুখ থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল। তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা করেন ফিফা মনোনীত চিকিৎসকরা। তাদের পরামর্শে দ্রুত শাহরানিকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তার চোয়ালের হাড় ভেঙেছে। মাথায় আঘাত লেগেছে।

Goal.Com জানাচ্ছে, সৌদি আরবের ডিফেন্ডার শাহরানি সংকটে। নিজের দলের গোলরক্ষকের সাথে শাহরানির অনিচ্ছাকৃত ধাক্কা লাগে। তিনি মাঠেই পড়ে যান। শাহরানির আঘাত সংবাদ গুরুতর জেনে সৌদি সমর্থকরা মুষড়ে পড়েছেন।

Advertisements