Qatar WC: নাসার জুতোয় নেইমারের চিকিৎসা, অনিশ্চিত মাঠে নামা

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: রাত নামার অপেক্ষায় কাতারবাসী। কারণ, রাতে হবে ব্রাজিল বন্যা। ফের বিপুল জনপ্লাবন ছুটবে মাঠে। অন্যায় ম্যাচ বিশেষকরে আর্জেন্টিনার ম্যাচ থাকলেও একই পরিস্থিতি হয়। তবে সবকটি ম্যাচেই গ্যালারি থাকছে পূর্ণ। কাতারে এই ফুটবল যুদ্ধের (Qatar WC) উত্তাপ যে কতখানি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ছড়িয়েছে তা তো দূর দেশ কাতারে থেকেও বেশ বুঝতে পারি। বাংলাদেশের উন্মাদনা নিয়ে তো ফিফা এবারেও চমকে গেছে। এত উন্মাদনা সম্ভবত (Brazil) ব্রাজিল ও আর্জেন্টিনাতেও (Argentina) নেই।

সোমবার রাত মানে ব্রাজিল ধারার রাত! সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামছে ব্রাজিল। তবে নেইমারকে নিয়েই চিন্তা ব্রাজিল শিবির ও সমর্থকদের মধ্যে। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পরেও স্বস্তিতে নেই ব্রাজিল শিবির। পায়ে চোট।নেইমারকে দ্রুত সারিয়ে তুলতে মরিয়া ব্রাজিল শিবির। চিকিৎসায় নাসার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

   

Qatar WC: নাসার জুতোয় নেইমারের চিকিৎসা, অনিশ্চিত মাঠে নামা

ডান পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের। ব্রাজিল শিবিরে কানাকানি গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে নেইমারের খেলার সম্ভবনা নেই। ব্রাজিল দলের চিকিৎসকরা নিশ্চিত করেছেন এই ম্যাচে নেইমারের খেলার কোনো সম্ভবনা নেই। ক্যামেরুনের বিপক্ষেও অনিশ্চিত নেইমার।

Neymar2

নেইমার বিহীন ব্রাজিল মনমরা। তাকে নক আউট পর্বে মাঠে নামাতে মরিয়া চেষ্টা চলছে। তারই একটি মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রযুক্তিতে তৈরি কমপ্রেশন বুট। এটি দ্রুত পায়ের চোট সেরে ওঠার জন্য ব্যবহার করা হয়।

এই বুটে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসেজ প্রক্রিয়া। এতে পায়ের রক্ত সঞ্চালন সক্রিয়, মাংসপেশির ফোলা-ব্যথা কমানো, পেশির ওপর চাপ থাকার ক্লান্তি কমানো, জমে থাকা ল্যাকটিক অ্যাসিড ও নরম টিস্যুর আঘাত সারানো আর হাড়ের সমস্যা সারিয়ে তোলা হয়। নাসার গবেষকরা বিভিন্ন সময় এই বুট ব্যবহার করেন।

নেইমার ইনস্টাগ্রামে বলেছেন, এখন আমার কেরিয়ারের কঠিন সময়। বিশ্বকাপে আবারও চোটে পড়েছি। ফেরার ব্যাপারে আমি নিশ্চিত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন