Qatar WC: নেইমার কি বিশ্বকাপে আর নেই! কাঁদছে কাতার

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি: কাতার (Qatar) কাঁদছে! এ কান্না যন্ত্রণার। কারণ, ব্রাজিলিয়ান নেইমারের খেলা এবার অনিশ্চিতের কালো মেঘে ঘিরে নিল। শুক্রবারের দিনটা এমন শুরু…

Qatar WC: নেইমার কি বিশ্বকাপে আর নেই! কাঁদছে কাতার

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি: কাতার (Qatar) কাঁদছে! এ কান্না যন্ত্রণার। কারণ, ব্রাজিলিয়ান নেইমারের খেলা এবার অনিশ্চিতের কালো মেঘে ঘিরে নিল। শুক্রবারের দিনটা এমন শুরু হলো কাতারে। একটু আগে দোহার (Doha) সবকটি সংবাদপত্রের ওয়েব সংস্করণ,টিভির ব্রেকিংয়ে নেইমারকে ( (Neymar) নিয়ে অনিশ্চয়তার খবর দেখানো হলো। এর পরই কাতার জুড়ে হই হই পড়ে গেছে। ব্রাজিল (Brazil) শিবির থেকেও কোনও আশারবাণী শোনানো হয়নি।(Qatar WC)

Neymar's team

রাতে সার্বিয়ার কড়া ট্যাকল কেটে যতবার এগিয়েছিলেন নেইমার ততবারই গর্জন করেছিলেন কাতারবাসী। সেই হলদু-সবুজ বন্যায় ভেসে গেছে (Serbia) সার্বিয়া। জয়ী (Brazil) ব্রাজিল। আর রাত থেকে শুরু হয় নেইমারের পায়ে চোট নিয়ে উদ্বেগ। যত সময় গড়াচ্ছে ততই উদ্বেগের সীমা পার করে আশঙ্কা এগিয়ে আসছে। নেইমার কি (Qatar WC) বিশ্বকাপে আর নেই!

Qatar WC: নেইমার কি বিশ্বকাপে আর নেই! কাঁদছে কাতার

এদিকে চিকিৎসাধীন আরও এক ফুটবলার। তিনি সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের আল শাহরানি (Yasser Al Shahrani)। আর্জেন্টিনাকে (Argentina) হারিয়ে বিশ্বকাপ (Qatar WC) ফুটবলে ঐতিহাসিক জয়ের ম্যাচে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়েছেন। তাঁর চোয়ালের হাড়ে চিড় ধরেছেন।

Advertisements

Qatar WC: নেইমার কি বিশ্বকাপে আর নেই! কাঁদছে কাতার

তবে নেইমার বিশ্ব ফুটবলের এক নায়ক। তাঁর চোট নিয়েই প্রবল আলোড়ন। ২০১৪ সালের বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোমরে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল নে়ইমারকে। তাঁকে ছাড়াই পরবর্তী ম্যাচে খেলতে নেমে জার্মানির কাছে ৭-১ গোলে ঘরের মাটিতে সর্বকালীন লজ্জাজনক হার দেখে নিয়েছে ব্রাজিল। এবার কাতার বিশ্বকাপে সার্বিয়ার ম্যাতে আঘাত ফের এনে দিল আশঙ্কা।