Qatar WC: ‘Thanks to Qatar’ জলদি ঠিক হয়ে যাব, বার্তা দিলেন পেলে

আরও এক কিংবদন্তি জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার অসুস্থ। তাঁর সুস্থতা কামনা করেছেন বিশ্ববাসী।

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: রাজপথে জনতার ঢল। তার মাঝে নীলচে আলোয় ফুটবল সম্রাট পেলের (Pele) সুস্থতার জন্য বার্তা দিয়ে ঝলমল করছে দোহার বিখ্যাত লুসাইল টাওয়ার। বিশ্বকাপের দেশে (Qatar WC) কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্ব পেলের সুস্থতা কামনা করেই এই বিখ্যাত টাওয়ারে আলোর মাধ্যমে লেখা হয়েছিল ‘জলদি সুস্থ হও’। রাজপথে সবাই দেখছেন সেই টাওয়ার। কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার সুস্থতা কামনা করছেন।

Advertisements

শনিবার নক আউট পর্ব শুরুর ঠিক আগেই দারুণ বার্তা এলো কাতারে। ৮২ বছরের পেলে সামাজিক গণমাধ্যমে লিখেছেন ‘Thanks to Qatar’ জলদি ঠিক হয়ে যাব।

   

কিংবদন্তি ফুটবলার হাসপাতালে সংকটজনক ছিলেন। তাঁর অবস্থার অবনতি হয়েছিল। আপাতত তিনি সুস্থ। পেলের এই সংকটজনক সময়ে কাতারের লুসাইল টাওয়ারে তাঁর ছবি সহ সুস্থতার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। একটু সুস্থ হয়ে কাতারকে সম্মান জানালেন পেলে। তিনি লিখেছেন, “Friends, I am at the hospital making my monthly visit. It’s always nice to receive positive messages like this. Thanks to Qatar for this tribute, and to everyone who sends me good vibes”

পেলের সুস্থতার সংবাদে কাতারে স্বস্তি। তবে আরও এক কিংবদন্তি জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার অসুস্থ। তাঁর সুস্থতা কামনা করেছেন বিশ্ববাসী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements