Qatar WC: ঘটি-বাটি বেচে কাতার গেছেন? হায়া কার্ড না থাকলে হায় হায় করবেন

হায়া কার্ড (Hayya Card) থাকলে টিকিট লাগবে না মাঠে ঢোকার। জানাচ্ছে কাতার সরকার (Qatar WC)

Advertisements

ফুটবল প্রিয় অনেকেই ঘটি বাটি বেচে বিশ্বকাপের একটি ম্যাচ বা প্রিয় দলের খেলা দেখতে যান। এবারও তার কমতি নেই। এর মাঝে কাতার সরকার দিল এমন এক বার্তা তাতে দর্শকরা আহ্লাদিত। মাঠে ঢোকা যাবে বিনা টিকিটে।

কাতারে কাতারে লোক কাতার যাচ্ছে। বিশ্বকাপ শুরু হচ্ছে। ফুটবলপ্রেমীদের এক খুশির সংবাদ দিল আয়োজকরা। খেলা দেখা যাবে টিকিট ছাড়াই। এই সুযোগ যারা বাইরের দেশ থেকে কাতারে খেলা দেখতে যাবেন, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জাবর হামুদ জাবর আল নুয়াইমি বলেছেন হায়া কার্ড থাকলে স্টেডিয়ামে ঢোকা ও খেলা দেখা নিখরচায় হয়ে যাবে।

Advertisements

মহার্ঘ্য সেই হায়া কার্ডের নিয়য়গুলি জানুন

  • ভিনদেশি যারা খেলা দেখতে কাতারে আসছেন তাদের একটি হায়া কার্ড বানাতে হবে
  • এই কার্ড টুর্নামেন্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্ট (TID) হিসেবে ব্যবহৃত হবে
  • এই কার্ডটি থাকলে টিকিটের প্রয়োজন হবে না সমর্থকদের
  • কাতার পৌঁছে যাবতীয় নথিপত্র, পাসপোর্ট দেখিয়ে কার্ড তুলতে হবে

হায়া কার্ড থাকলে খেলার দিন বাস ও অন্যায় গণপরিবহণে বিনামূল্যে যাতায়াত সুযোগ থাকছে। সঙ্গে থাকবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা।

আগামী ২০ নভেম্বরে ফিফা ফুটবল বিশ্বকাপের সূচনা। কাতার জুড়ে হই হই ব্যাপার। নয়নাভিরাম অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি। ছোট্ট উপসাগরীয় দেশটি সর্বাধিক খরচ করে বিশ্বকাপে চমক দিতে তৈরি।