Qatar WC: ফাইনালের আগে ফ্রান্সের ঘরে ভাইরাস অ্যাটাক!

পরপর ভাইরাস হামলায় কাবু হচ্ছে ফ্রান্স দল। বিশ্বকাপ ফাইনালে পরপর দুবার জয়ের সামনে ফরাসিরা

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: ভাইরাস অ্যাটাক! কাঁপছে ফরাসি জাতীয় দল। কাতার বিশ্বকাপের (Qatar WC) ফাইনালে আর্জেন্টিনার (Argentina)  মুখোমুখি হবার আগেই এমন ভাইরাস হানায় তীব্র চিন্তায় (France) ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ক্যামেল ফ্লু (Camel Flu Virus) ভাইরাস ছড়াচ্ছে। এই ভাইরাসটি মধ্যপ্রাচ্য থেকে ছড়ানোর কারনে এর নাম মার্স (MERS)  ভাইরাস (Middle East Respiratory Syndrome)

পরপর দুবার বিশ্ব জয়ের সামনে ফ্রান্স। আর ১৯৮৬ সালের পর বিশ্বকাপ জয়ের মুখে আর্জেন্টিনা। দুই দেশের সামনেই ফিফা কাপের ঝলকানি। দুই দেশের ফুটবলাররা নিবিড় অনুশীলনে মগ্ন।

   

সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে পৌঁছনোর পর ফ্রান্স দলে ভাইরাস ঢুকে পড়েছে। কোচ দিদিয়ের দেশম জানান, ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এমবাপ্পের দলকে ভাবাচ্ছে ভাইরাস সংক্রমণের ভয়।

ফাইনাল ম্যাচের আগে ভাইরাস জ্বরে কাবু ডায়োট উপামেকানো ও আদ্রিয়েন র‍্যাবিওট। অসুস্থতার কারণে তারা মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল খেলতে পারেননি দুজনই। ফ্রান্সের আরও এক গুরুত্বপূর্ণ ফুটবলার কিংসলে কোম্যান ভুগছেন জ্বরে।

দেশম জানিয়েছেন, ভাইরাল ফ্লুর মতো কিছু উপসর্গ আমাদের দলে দেখা গেছে। আমরা সতর্ক  যেন এটা ছড়িয়ে না পড়ে। খেলোয়াড়রদের ইমিউনি সিস্টেমে প্রভাব ফেলছে। আর যেন কেউ ভাইরাসে আক্রান্ত না হন সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।  উপামেকানো ও আদ্রিয়েনকে অন্যদের কাছ থেকে আলাদা করে রেখেছি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন