Qatar WC: এত সমর্থক আমাদের! মেসির হাতে বাংলাদেশের পতাকা উপহার আর্জেন্টিনার

মেসির হাতে বাংলাদেশের পতাকা! এমন ছবি কেন বানাল আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ?

পুরো বাংলাদেশ (Bangladesh) জুড়ে গণউন্মাদমা চলেছে। আর্জেন্টিনা ও ব্রাজিল শিবিরে ভাগ হয়ে গেছেন বাংলাদেশবাসী। কাতার বিশ্বকাপের (Qatar WC) মাঝে এই গণউন্মাদনা দেখে চমকে গেছে ফিফা। তবে ফুটবল বিশ্বকাপের এই আবেগ বারবার হয় বাংলাদেশে। আর নিজেদের দেশের জনসংখ্যার থেকেও বেশি আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশে। এই তথ্য পেয়ে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ মেসিকে (Messi) নিয়ে তৈরি করল মজার ছবি।

আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগের তরফে বাংলাদেশবাসীকে একটি এডিট করা ছবি উপহার দেওয়া হয়েছে। এই ছবিতে মেসির হাতে বাংলাদেশের পতাকা বসানো হয়েছে। এটি আর্জেন্টিনার পেশাদার লিগের তরফে ভার্চুয়াল উপহার বলে জানানো হয়।

   

বিবিসি জানাচ্ছে, প্রায় সাড়ে চার কোটি জনসংখ্যার দেশ আর্জেন্টিনা। এমনও ধারণা করা হয় আর্জেন্টিনার জনসংখ্যার চেয়ে বেশি নীল-সাদা জার্সির সমর্থক থাকেন বাংলাদেশে। 

আর্জেন্টিনা পেশাদার লিগের টুইটার ও ফেসবুক  ভেরিফায়েড পেজে মেসির হাতে বাংলাদেশের পতাকা সহ একটি এডিট ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি। তাঁর হাতে বাংলাদেশের পতাকা।

ছবি পোস্ট করে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ লিখেছে ‘লিওনেল মেসি বাংলাদেশ।’ মেসির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বুঝাতে সেখানে দুটি ইমোজি যোগ করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ছবি প্রাপ্তির কথা জানিয়েছে।

আর্জেন্টিনার পেশাদার লিগ থেকে জানানো হয়েছে, এই ছবি দিয়ে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের সম্মান জানালো হলো। এডিট করা ছবির মাধ্যমে হলেও বাংলাদেশি আর্জেন্টাইন ফ্যানদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন