এশিয়া সেরা কাতার। AFC Asian Cup ফাইনালে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে কাতার। তিনটি পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে কাতারের জন্য এশিয়ান কাপের শিরোপা নিশ্চিত করেন আকরাম আফিফ। লুসাইল স্টেডিয়ামে ফাইনালের প্রথমার্ধে একবার এবং বিরতির পর দু’বার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে শেষ করেন এই ফরোয়ার্ড (৮ গোল)।
দ্বিতীয়ার্ধে ইয়াজান আল নাইমাত খেলায় সমতা আনলেও ভিডিও রিভিউয়ে কাতারকে দুটি পেনাল্টি দেওয়া হয় এবং আফিফ দুবারই গোল করতে কোনো ভুল করেননি। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপে এই দর্শনীয় স্টেডিয়ামটি আলোকিত করেছিলেন। আজ ছিল আফিফের পালা। ৮৬,০০০ এরও বেশি ভক্তের সামনে তার গোলগুলি তৈরি করেছে ইতিহাস।
✨ 𝐂 𝐇 𝐀 𝐌 𝐏 𝐈 𝐎 𝐍 𝐒 ✨
🇶🇦 Qatar are the Kings of Asia. Once again.#AsianCupFinal | #AsianCup2023 | #HayyaAsia pic.twitter.com/DI4uRHWi2z
— #AsianCup2023 (@afcasiancup) February 10, 2024
২০০০ ও ২০০৪ সালে জাপানের পর এই প্রথম টানা দুবার শিরোপা জিতল কাতার। যদিও ইরান ১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত টানা তিনবার শিরোপা জিতেছিল।
শনিবার ২২ মিনিটে আফিফ পেনাল্টি থেকে গোল করলেও ৬৭ মিনিটে বক্সের ভেতর থেকে আল নাইমাত গোল করে সমতায় ফেরান জর্ডানকে। বিরতির পর কাতারের বিরুদ্ধে চাপ বাড়িয়েছিল জর্ডান। তবে তাতে জর্ডানের পক্ষে আর গোল আসেনি। বরং আরো দুটো পেনাল্টি থেকে গোল করে ৩-১ গোলে ম্যাচ শেষ করে কাতার।
✨𝗬𝗶𝗹𝗶 𝗧𝗼𝗽 𝗚𝗼𝗮𝗹𝘀𝗰𝗼𝗿𝗲𝗿✨
🇶🇦 Akram Afif is the MAN🔝⚽️#AsianCup2023 | #AsianCupFinal | #HayyaAsia pic.twitter.com/ghIlIPpvlk
— #AsianCup2023 (@afcasiancup) February 10, 2024