
চলছিল দুর্ধর্ষ লড়াই। অবশেষে পিভি সিন্ধুর কাছে পরাজিত হলেন চিনের ওয়াং ঝি ই। এই নিয়ে চলতি বছরে সিঙ্গাপুর ওপেন জিতে তৃতীয় খেতাব জয়লাভ করলেন তিনি।
প্রথম সেটে চিনা শাটলার ওয়াং ঝি ইকে ২১-৯ এ পরাজিত করেন সিন্ধু। দ্বিতীয় গেমে জ্বলে ওঠেন ওয়াং ঝি। ১১-২১ পয়েন্টে হারেন সিন্ধু। শেষ সেটে চলছিল টানটান উত্তেজনা। একটি মাত্র পয়েন্ট খুইয়ে খেতাব জয় করলেন তিনি। ভারতীয়দের মধ্যে সিন্ধু তৃতীয় শাটলার যিনি সিঙ্গাপুর খেতাব জয় করলেন। এর আগে এই খেতাব জয়ী হন সাইনা নেহওয়াল এবং বিসাই প্রনীত।
চলতি বছরে সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সুইস ওপেন জয়ী হন সিন্ধু। এবার সিঙ্গাপুর ওপেন জয়ী হলেন। আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। চতুর্থ জয়ের লক্ষ্যে নামবেন সিন্ধু।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










