সপ্তাহ কয়েক আগে ই শেষ হয়ে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) গ্ৰুপ পর্ব। যেখানে নির্ধারিত ২৪ ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে শেষ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যা আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট হিসেবেই গন্য। পাশাপাশি দেশের এই প্রথম ডিভিশন লিগের প্রথম দল হিসেবে টানা দুইবার শিল্ড জয় করেছে সবুজ-মেরুন। বলাবাহুল্য শেষ কয়েকটি ফুটবল মরসুম ধরেই দুরন্ত ছন্দে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ সহ লিগ শিল্ড রয়েছে তাঁদের কাছে।
Also Read | অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ওডিশা, দল ছাড়তে পারেন একাধিক ফুটবলার
এক্ষেত্রে দলের বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় খেলোয়ারদের পারফরম্যান্স ও তাঁক লাগিয়ে দিয়েছে সকলকে। যারফলে এক অনবদ্য যুগলবন্দীর সাক্ষী থেকেছে ভারতীয় ক্লাব ফুটবল। তবে শুধুমাত্র তারকা ফুটবলার নয়। সময়ের সাথে সাথেই সকলের নজর কাড়ছে বহু নতুন মুখ। কলকাতা ময়দানে দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি মুম্বাই সিটি এফসি হোক কিংবা চেন্নাইয়িন, নর্থইস্ট কেরালা। প্রায় প্রত্যেকটি ফুটবল দলের জার্সিতে এই সিজনে নজর কেড়েছেন বহু তরুণ প্রতিভা। যাদের পারফরম্যান্স নিঃসন্দেহে বদলে দিয়েছে ম্যাচের পরিস্থিতি।
এমনকি এই অভূতপূর্ব পারফরম্যান্সের দরুন মানোলো মার্কুয়েজের জাতীয় শিবিরে ও সুযোগ পেয়েছেন কয়েকজন। যা নিঃসন্দেহে বিরাট বড় সাফল্য সকলের কাছে। গত শুক্রবার যুব ফুটবলারদের একটি একাদশ নির্বাচন করা হয় ইন্ডিয়ান সুপার লিগের তরফে। যেখানে স্থান পেয়েছেন বর্তমানে জাতীয় দলে সুযোগ পাওয়া ইরফান ইদওয়াদের পাশাপাশি টেকচাম অভিষেক সিং ও থৈবা সিংয়ের মতো ফুটবলার। স্বাভাবিকভাবেই যা নজর কেড়েছে ব্যাপকভাবে। বাদ যায়নি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল। সবুজ-মেরুন ফুটবলারদের মধ্যে এই তালিকায় স্থান পেয়েছেন বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস।
Also Read | ক্রিকেটের নন্দনকাননে ‘ইতিহাসে’র পথে কিং কোহলি
সেইসাথে ইস্টবেঙ্গল দল থেকে রয়েছেন তরুণ উইঙ্গার পিভি বিষ্ণু। বলা বাহুল্য এবারের এই আইএসএলে দুই প্রধানের জার্সিতেই অভূতপূর্ব পারফরম্যান্স করেছেন দীপেন্দু এবং বিষ্ণু। গোল করার পাশাপাশি গোল করানো ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে কেরালার তরুণ প্রতিভা পিভি বিষ্ণুর। অন্যদিকে, বাগান রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি দলের হয়ে গোল পেয়েছেন দীপেন্দু। তাঁদের বাদ দিয়ে তরুণ ফুটবলারদের একাদশ সাজানো যে সম্ভব নয় তা বলাই চলে।